ফোবানা থেকে রাসেল ও শিব্বির বহিষ্কার

ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা- ফোবানার ৩৫তম কনভেনশনের কনভেনর জি আই রাসেলকে সংগঠনের সাংবিধানিক ধারা লঙ্ঘন, অর্থনৈতিক অব্যবস্থাপনা ও দুর্নীতি এবং সংগঠনের সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে ফোবানার সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে তার নেতৃত্বে গড়ে ওঠা ‘আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির সদস্য পদও খারিজ করা হয়েছে।

এ ছাড়া ৩৫তম ফোবানা কনভেনশনের সদস্য সচিব শিব্বির আহমেদকেও একাধিক বিধি লঙ্ঘনের অভিযোগে এবং প্রমাণসাপেক্ষে ফোবানা থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। সংগঠনের চেয়ারম্যান রেহান রেজা ও নির্বাহী সচিব মাসুদ রব চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফোবানার সংবিধান বিরোধী কার্যকলাপের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিকার ও সংশোধনকল্পে কার্যকরী পদক্ষেপ ধারা অনুযায়ী এই দুই ব্যক্তি বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে প্রমাণিত হয়। পরে গণতান্ত্রিক পদ্ধতিতে সাংবিধানিক ধারা মোতাবেক ভোটের ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বহিষ্কার সংক্রান্ত এই সিদ্ধান্ত অনতিবিলম্বে কার্যকর ঘোষণা করা হয়েছে এবং ফোবানার ভবিষ্যৎ কোনো কার্যক্রমের সঙ্গে এই দুই ব্যক্তির কোনো সম্পর্ক থাকবে না।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ভার্জিনিয়ার আর্লিংটনে অনুষ্ঠিত ফোবানার অপর অংশের কনভেনর ও সামাজিক সংগঠন ‘স্বদেশ’ এর কর্ণধার শরাফত হোসেন বাবুকে অসদাচরণ, বিধি লঙ্ঘনসহ নানাবিধ অভিযোগে পাঁচ বছরের জন্য সংঘগঠনের সকল কর্মকাণ্ড থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের এ অংশের নির্বাহী সচিব শাহনেওয়াজ ও সহ-সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম বিষয়টি নিশ্চিত করেছেন।