প্রবাসীরা বিদেশ থেকে আনা সর্বোচ্চ ১০ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিজের কাছে রাখতে পারবেন। এর অতিরিক্ত পরিমাণ থাকলে তা বিক্রি করতে হবে বলে নতুন এক নির্দেশনায় জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (৩১ আগস্ট) ১০ হাজার ডলারের বেশি বৈদেশিক মুদ্রা দেশে ফেরার এক মাসের মধ্যেই অনুমোদিত ডিলার ব্যাংক বা লাইসেন্সধারী মানি চেঞ্জারদের কাছে বিক্রি করাকে বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক।

এবিষয়ে জারি করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসীরা অতিরিক্ত অর্থ ব্যাংকে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবেও জমা রাখতে পারবেন।

উল্লেখিত অংকের বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা রেখে দেয়া ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী দণ্ডণীয় অপরাধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অতিরিক্ত বৈদেশিক মুদ্রা বিক্রি না করলে, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে কেন্দ্রীয় ব্যাংক।