বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক পা‌চ্ছেন দুই কূটনী‌তিক

দেশের স্বার্থ রক্ষা এবং সম্পর্ক উন্নয়নে দুই কূটনীতিককে এ বছর বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক দেওয়া হ‌চ্ছে। পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন ও ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এ পুরস্কা‌র পা‌চ্ছেন।

মঙ্গলবার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় সূ‌ত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্প‌তিবার (৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের নব‌নি‌র্মিত ৮ তলা ভব‌ন ভার্চুয়ালি উ‌দ্বোধন কর‌বেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। ওই‌দিন দুই কূটনী‌তিক‌কে বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক দেওয়া হ‌বে। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার প‌ক্ষে দুই কূটনী‌তিক‌কে পুরস্কার তু‌লে দে‌বেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন।

২০২১ সালে বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক চালু করা হয়। প্রথমবার এ পুরস্কার পান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম সচিব রিয়ার এডমিরাল (অব.) মো. খুরশেদ আলম এবং সংযুক্ত আরব আমিরাতের সা‌বেক রাষ্ট্রদূত সাইদ মোহাম্মদ আল মেহরি।

সুতলানা লায়লা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প‌রি‌স্থি‌তির বাংলাদেশিদের নিরাপদে অন্যত্র প্রত্যাবাসনের মতো কঠিন কাজে নেতৃত্বে দেন। এর আগে, লিবিয়া সংঘাতে আটকেপড়া প্রায় ৩৭ হাজার বাংলাদেশি, সোমালিয়ায় দস্যুদের হাতে জিম্মি ২৬ বাংলাদেশি এবং আফগানিস্তানে অপহরণকারীদের হাতে আটক সাত বাংলাদেশিকে অক্ষত উদ্ধারের মতো চ্যালেঞ্জিং কাজগুলো করেন সুলতানা লায়লা।

১১ তম ব্যাচের বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা সুলতানা লায়লা বর্তমা‌নে পোল্যান্ড ছাড়াও বাংলাদেশের হয়ে আরও তিনটি দেশের ‘সমদূরবর্তী’ রাষ্ট্রদূত হি‌সে‌বে দা‌য়িত্ব পালন কর‌ছেন। পোল্যান্ডের আগে মরোক্কোয় রাষ্ট্রদূত ছি‌লেন সুলতানা লায়লা। তারও আগে তিনি লস এঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেটের জনপ্রিয় কন্সাল জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন।

অন্যদি‌কে জাপা‌নের রাষ্ট্রদূত ই‌তো নাও‌কি ঢাকা ও টো‌কিও`র ম‌ধ্যে সম্পর্কোন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় কূটনৈতিক উৎকর্ষ পদক পা‌চ্ছেন।