আমেরিকান বিখ্যাত পিৎজা চেইন সাবারো’র উদ্বোধন
বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো আমেরিকার বিখ্যাত পিৎজা চেইন SBARRO (সাবারো)। শনিবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সাবারো’র প্রথম আউটলেটের উদ্বোধন করেন সাবারো এলএলসি, ইউএসএ’র অরেলিন অরফানিডস, ফিলিপ জোরে, নরেশ ওরলিকা ও খান বাহাদুর গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল ইসলাম চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর মাঈন উদ্দিন আহমেদ এবং চিফ অপারেটিং অফিসার (সিওও) গোলাম মাসুম।
ইতালিয়ান রেসিপিতে নিউ ইয়র্কে চালু হওয়া বিশ্বজুড়ে বিখ্যাত এ পিৎজা চেইন থেকে পিৎজাপ্রেমিরা আমেরিকান বৈচিত্র্যময় পিৎজার স্বাদ নিতে পারবেন।
রাজধানীর ১৫৫/এ গুলশান এভিনিউ, গুলশান-২ এ সবারোর প্রথম আউটলেটে ভোজন রসিকদের সাবারোর পিৎজার স্বাদ দিতে বাংলাদেশে কেবি ফুডস লিমিটেড (খান বাহাদুর গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান) এ আউটলেট পরিচালনা করবে।