আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন; অবসরেও অস্ত্রধারী পুলিশের নিরাপত্তা পাবেন বেনজীর – Ekush.Info

আইজিপি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। গতকাল শুক্রবার বিকেলে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। আইজিপি হিসেবে যোগদানের পূর্বে তিনি র‌্যাব ডিজি ছিলেন। তিনি বিদায়ী আইজিপি ড. বেনজীর আহমেদ-এর স্থলাভিষিক্ত হলেন।

গত ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে আইজিপি হিসেবে মনোনীত করা হয়। প্রেসিডেন্টের আদেশক্রমে প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস। চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিসিএস ৮ম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। নতুন আইজিপির স্ত্রী পেশায় একজন অভিজ্ঞ চিকিৎসক।

র‌্যাবের ডিজির দায়িত্ব গ্রহন : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ৯ম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। গতকাল শুক্রবার র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি ইমরান খান এ তথ্য জানান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এম খুরশীদ হোসেনকে র‌্যাবের ডিজি হিসেবে বদলি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ আগামী ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এম খুরশীদ হোসেন ১২তম বিসিএসের (পুলিশ) মাধ্যমে পুলিশে যোগ দেন। তিনি পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করেন। খুরশীদ হোসেনের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে।

তিনিই একমাত্র আইজিপি অবসরেও অস্ত্রধারী পুলিশের নিরাপত্তা পাবেন বেনজীর

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড.বেনজীর আহমেদ আজ শুক্রবার অবসরে যাচ্ছেন। দেশে তিনিই একমাত্র আইজিপি হিসেবে নজির সৃষ্টি করলেন, যিনি অবসরের পরও সার্বক্ষনিক অস্ত্রধারী পুলিশের নিরাপত্তা পাবেন। গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে পুলিশকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, আইজিপি ড. বেনজীর আহমদের অবসর প্রস্তুতিজনিত ছুটিকালে তার নিরাপত্তা প্রদানের লক্ষ্যে গাড়িসহ ১/৬ ফর্মেশনে সাদা পোশাকে এস্কর্ট, অস্ত্রসহ ইউনিফর্মধারী দুজন সার্বক্ষণিক দেহরক্ষী থাকবে। পাশাপাশি বাড়ির নিরাপত্তায় ১/৩ ফর্মেশনে হাউজগার্ড সার্বক্ষণিকভাবে মোতায়েন থাকবে।