ঈদে স্বজনের কাছে যাওয়া একজন মানুষের অধিকার – Ekush.Info

ঈদে স্বজনের কাছে যাওয়া একজন মানুষের অধিকার
এবার ঈদযাত্রায় মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধ নিয়ে তুমুল সমালোচনার মধ্যে পুলিশ বাইকের যাত্রা একেবারে বন্ধ না রেখে বাড়ি ফেরার সুযোগ রাখে।

কারণ, অনেক মানুষ আছেন যার পরিবার বাড়িতে, তিনি একা ঢাকায় আছেন৷ এখন একা মানুষ ঢাকায় থেকে খাবেন কী? তিনি আবার বাস-ট্রেনের টিকিটও পাননি তাহলে বাড়ি যাবেন কী করে?’

ঢাকার পুলিশ প্রধান বলেন, ‘একজন মানুষ ঈদে তার পরিবারের কাছে যাবে এটা তার অধিকার। আমরা এতে বাধা দিতে পারি না। তাই আমরা কারণ বিবেচনায় কিছু শর্তসাপেক্ষে মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার অনুমতি দিচ্ছি। আর এই যাত্রাপথে তারা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, তাই পাসের ব্যবস্থা করা হয়েছে।

’মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধের আদেশ কেন, তার কারণ জানান ডিএমপি কমিশনার। বলেন, ‘বিআরটিএ বলেন, সড়ক পরিবহন মন্ত্রণালয় বা পুলিশ বলেন, কাউকে আটকে রাখা বা ঈদযাত্রা ব্যাহত করা আমাদের উদ্দেশ্য নয়। বাস্তবতা হলো বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হয়ে থাকে, পদ্মা সেতু চালুর পর ওই রুটে নতুন নতুন বাস নামছে, ওইসব বাসের চালকরা ওই সড়কে নতুন, তার ওপর ঈদের সময় বাস-ট্রাক রাস্তায় খুবই বিশৃঙ্খলা করে। এমন অবস্থায় পরিবার নিয়ে মোটরসাইকেলে দূরের পথ পাড়ি দেয়া খুবই ঝুঁকিপূর্ণ। এইসব বিষয় বিবেচনায় দুর্ঘটনা রোধে মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধ করা হয়েছিল।’