একজন ভালো মানুষ হতে কী লাগে? – Ekush.Info

একজন ভালো মানুষ হতে কী লাগে?

“অনেকেই বলে শিক্ষা লাগে, কিন্তু বর্তমান পৃথিবীতে শিক্ষিত মানুষের তো অভাব নেই, কিন্তু ভালো ও সৎ মানুষের এতো অভাব কেন?

২০০৭ সালের ফেব্রুয়ারি তে আমি একটা পথ দুর্ঘটনার শিকার হই। আমি অটোরিকশাতে ছিলাম, একটা মাতাল ট্যাক্সি ওয়ালা ধাক্কা মেরে পালায়। ড্রাইভার ওখানেই মারা যায়। আমি অটোরিকশার মধ্যে অজ্ঞান হয়ে পরে থাকি। কাছেই ছিল একটা বাস টার্মিনাল। বাসের কাজ যারা করে, তারা ওখানে ছিল। তারা ছুটে আসে। তারা দেখতে পায় একটা মেয়ে ( মানে আমায়)।তখন ওই পথেই হেঁটে বাড়ি ফিরছিলেন এক অফিস ফেরত ভদ্র মহিলা। উনি যেই শোনেন যে একটি মেয়ে বিপদে পরেছে। উনি ছুটে আসেন। এবং আমায় হাসপাতালে ভর্তি করে, তারপরই বাড়ি যান। আমার নাকের হাড় ভাঙ্গে, সেলাই পরে, সারা শরীরে ব্যাথা। উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই আমার। আমার বাবা মা কেউ তখন কলকাতা তে ছিল না। আমার মামা আমায় নিয়ে যায় হাসপাতাল থেকে।

এবার বলি পরের অংশ। ২০০৭ সালের মার্চ এই ছিল আমার উচচমাধ্যমিক পরীক্ষা। এই শারীরিক অবস্থা তে কি করে পড়াশোনা করব সেটাই ছিল সব থেকে বড় প্রশ্ন। আমার স্কুলের অনেক বন্ধু দের মধ্যে শুধুমাত্র লাস্ট বেঞ্চের ছেলে টাই আসতো আমার বাড়ি, আমার খোজ নিতে। মায়ের সাহায্য ছাড়া বাথরুম পর্যন্ত যেতে পারতাম না। আর আমার সব আত্মীয়রা তখন মা কে ফোন করে একটাই কথা বলতো। তোর মেয়ের নাকে সেলাই পরল। মেয়ে কুৎসিত হয়ে গেল, ওর বিয়ে কিভাবে দিবি? আবার কারো কারো দেখলাম এই ভেবেও আনন্দ হল যে আমি যেহেতু অসুস্থ তাই পরীক্ষা বা পরবর্তী জয়েন্ট পরীক্ষা গুলিতে আমি ফেল করবো। তো তাদের বাড়ির সন্তানের ভবিষ্যত আমার থেকে উজ্জ্বল হবে। কিন্তু কেউ না আমায় দেখতে এসেছে। না জানতে চেয়েছে আমার শারীরিক অবস্থা। সত্যি বলতে মা ছাড়া কেউ পাশে থাকেনি। মা একাই নিয়ে যেত ডক্টর দেখাতে। ওই বছরই আমি উচ্চ মাধ্যমিক দিতে পারি এবং ইঞ্জিনিয়ারিং এ ভর্তি ও হই। আজ আমি phd ও করছি। আজও সেই লাস্ট বেঞ্চের ছেলেটা আমার বন্ধু আর সেই মা আমার পাশে আছে বট গাছের মত। সেই বাস টার্মিনাল এর লোক গুলো আর সেই অফিস থেকে ফেরত যাওয়া মহিলা কে আমি আজও ধন্যবাদ জানাই। আপনাদের জন্যেই আমি বেচেঁ আছি।

এত কাহিনী বললাম এটা বোঝাতে যে মানুষ হতে গেলে অন্যের প্রতি একটু সহানুভূতি থাকতে হয়। সেটা কোনো স্কুল বা কলেজে শেখানো হয় না। যে অন্যের খারাপ সময় আনন্দ পায় সে কখনই মানুষ হতে পারেনা।

|শতাব্দী ভট্টাচার্য |