আসামিদের একজন হলেন উপজেলার কালারমারছড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্বাস (৩২)। ইউনিয়নের ফকিরজুম পাড়ার মোহাম্মদ আমিনের ছেলে তিনি।
অন্য আসামি হলেন ইউনিয়নের নোনাছড়ি এলাকার মো. মোজাহের ওরফে মুজুবলির ছেলে হাবিব উল্লাহ (২০)।
মহেশখালী থানার ওসি মো. আব্দুল হাই মামলার নথির বরাতে বলেন, কিছুদিন আগে এক নারী তার দাম্পত্য-কলহ বিষয়ে যুবলীগ নেতা আব্বাস উদ্দিনের কাছে নালিশ দেন। গত ২২ জুন আব্বাস ও সহযোগী হাবিব উল্লাহ ওই নারী মুখ-হাত-পা পরনের কাপড় দিয়ে বেঁধে ধর্ষণ করেন।
ওসি বলেন, পরে ওই নারী অসুস্থ হয়ে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে গত ২৪ জুন তিনি থানায় এজাহার দেন। পুলিশ প্রাথমিক তদন্ত শেষে সোমবার বিকালে মামলা নথিভুক্ত করে।
পুলি আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে বলে জানান ওসি মো. আব্দুল হাই।