দুদক চেয়ারম্যানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ – Ekush.Info

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের প্রশিক্ষণসহ দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস এ আশ্বাস দিয়েছেন। তিনি গতকাল দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আশ্বাস দেন। দুদকে বর্তমান কমিশনের সঙ্গে যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের এটিই প্রথম সাক্ষাৎ।

বেলা ১১টায় রাষ্ট্রদূত পিটার ডি হাস দুর্নীতি দমন কমিশনে যান। এ সময় দুদকের প্রধান কার্যালয়ের প্রাঙ্গণে মহাপরিচালক (প্রশিক্ষণ ও প্রতিরোধ) এ কে এম সোহেল তাকে অভ্যর্থনা জানান। রাষ্ট্রদূতের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক সেক্রেটারি স্কট ব্র্যান্ডম এবং মার্কিন ডিপার্টমেন্ট অব জাস্টিসের লিগ্যাল রেসিডেন্ট অ্যাডভাইজার সারা এডওয়ার্ডস উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত পিটার হাস আগামী ৬ থেকে ১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ২০তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সম্মেলনে দুর্নীতি দমন কমিশনকে অংশ নেয়ার অনুরোধ জানান। তিনি জানান, এ সম্মেলনে সারা বিশ্বের দুর্নীতি দমন সংস্থার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

রাষ্ট্রদূত দুদকের ফলো দা মানি, মানি লন্ডারিং-সংশ্লিষ্ট কার্যক্রমে যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় দুদকের চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশনকে দুর্নীতি দমন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্র ও মার্কিন দূতাবাসকে ধন্যবাদ জানান।

দুদক জানিয়েছে, সাক্ষাৎকালে দুদকের চেয়ারম্যান ২০১৬ সাল থেকে দুর্নীতি দমনবিষয়ক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদানের জন্য যুক্তরাষ্ট্রের সরকারকে ধন্যবাদ জানান। এ সময় নতুন ডিজিটাল ফরেনসিক ল্যাবের কার্যক্রম ও এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ সহযোগিতা অব্যাহত থাকবে বলে দুদকের চেয়ারম্যান আশা প্রকাশ করেন।

সাক্ষাতে দুদকের চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশন সৃষ্টির প্রেক্ষাপট, তার কার্যক্রম এবং এ পর্যন্ত গৃহীত বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম, দুর্নীতি দমন ও প্রতিরোধসংক্রান্ত আইনবিধি সম্পর্কে অবহিত করেন। সৌজন্য সাক্ষাতে দুদকের সচিব মো. মাহবুব হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।