নারায়ণগঞ্জ সিটির ৫৮৮ কোটি টাকার বাজেট ঘোষণা – Ekush.Info

আমি একা হয়ে গেছি: মেয়র আইভীlinkedin sharing button

আমি একা হয়ে গেছি: মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র সেলিনা হায়াৎ আইভী একা হয়ে গেছেন বলে আক্ষেপ করে জানিয়েছেন, ‘আমি একা হয়ে গেছি। আমার কাউন্সিলররাও আপস করে চলে। নয়তো মামলার আসামি হয়ে যাবে।’

২০১৮ সালে নারায়ণগঞ্জে হকার ইস্যুতে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে দায়ের করা মামলার বিষয় নিয়ে এমন আক্ষেপ করেন মেয়র আইভী। তিনি আরও বলেন, প্রশাসনের মামলায় রিপোর্ট দিয়েছে। সেখানে বলা হয়- এমন কোনো ঘটনা ঘটেনি। দিনদুপুরে প্রকাশ্যে মেয়রের ওপর পিস্তল উঁচিয়ে আক্রমণ। তারপরও বলে কিছু হয়নি। আপনারা সবাই চুপ। কারও সত্য বলার জোঁ নেই।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টায় নগরীর বঙ্গবন্ধু সড়কের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বাজেট ঘোষণা অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

এদিন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ২০২২-২০২৩ অর্থবছরে ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষণা করেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী; যা গত অর্থবছরের চেয়ে প্রায় ১০০ কোটি টাকা কম।

এদিকে নগরীজুড়ে চলমান লোডশেডিংয়ের মধ্যেই অনুষ্ঠিত বাজেট ঘোষণার মূল অনুষ্ঠান শুরু হওয়ার আগে মেয়র বক্তব্য দেওয়া শুরু করলে বিদ্যুৎ চলে যায়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মেয়র আইভি বলেন, আমার কোনো অনুষ্ঠান থাকলেই বিদ্যুৎ চলে যায়। এটা বারবার কেন আমার অনুষ্ঠানেই হয় আমি জানি না।

নারায়ণগঞ্জ সিটির ৫৮৮ কোটি টাকার বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ সিটির ৫৮৮ কোটি টাকার বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের রাজস্ব ও উন্নয়নসহ ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকা টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আলী আহাম্মদ চুনকা নগর সিটি পাঠাগার মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন মেয়র সেলিনা হায়াৎ আইভী। এসময় নগরীর বিশিষ্টজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মেয়র আইভী বলেন, করোনা মহামারির কারণে গত অর্থবছরের চেয়ে চলতি অর্থ বছরে ১০০ কোটি টাকা বাজেট কম ধরা হয়েছে।

মেয়র বলেন, প্রস্তাবিত বাজেটের মোট ৫৫৯ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৪৭৯ টাকা ব্যয় ধরা হয়েছে। উদ্বৃত্ত থাকবে ২৯ কোটি ২৩ লাখ ৮৪ হাজার ১৫৯ টাকা।

মেয়র আইভী জানান, বিশেষ বরাদ্দ রাখা হয়েছে রাস্তা, ড্রেন, ব্রিজ-কালভার্ট নির্মাণ, বৃক্ষরোপণ, দারিদ্র বিমোচন, দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি ত্রাণ, তথ্য-প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, যানজট নিরসন, জলাবদ্ধতা দূর করা, মশা নিধন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ, খেলাধুলার মানোন্নয়নে মাঠ নির্মাণ, স্ট্রিট লাইট স্থাপন ও সুপেয় পানি সরবরাহ।