তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “হার পাওয়ার প্রকল্প” (Her power project) প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন প্রকল্পের অনলাইন প্ল্যাটফর্মে আবেদন গ্রহণ প্রক্রিয়া দ্রুত www.herpower.gov.bd অনলাইন পোর্টালের মাধ্যমে সম্পন্নকরণ প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, হার পাওয়ার প্রকল্পের আওতায় কাপাসিয়া উপজেলায় তিনটি বিষয়ে শুধুমাত্র নারীদের ০৬ (ছয়) মাস ব্যাপি বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করা হবে। অন্যান্য উপজেলায় স্থানীয় ইউনোদের সাথে যোগাযোগ করুন।
উল্লেখ্য যে, প্রশিক্ষণার্থীগণের বয়স ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে হতে হবে। প্রত্যেক প্রশিক্ষণার্থীকে দৈনিক ৫০/- হারে ভাতা প্রদান করা হবে।
এমতাবস্থায়, www.herpower.gov.bd অনলাইন পোর্টালের মাধ্যমে আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে অধিক সংখ্যক প্রশিক্ষণার্থীর নিবন্ধন নিশ্চিতকরণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
প্রশিক্ষণের নাম : আইটি সার্ভিস প্রোভাইডার, ওমেন ফ্রিল্যান্সার, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওমেন ই-কমার্স প্রফেশনাল।
লক্ষ্যমাত্রা
ক) ৪৩টি জেলার সদর উপজেলাসহ মোট ৩টি উপজেলা ও রংপুর জেলার পীরগঞ্জ উপজেলাসহ মোট ১৩০ টি উপজেলায় তথ্য প্রযুক্তিতে নারীদের সক্ষমতা বৃদ্ধিতে চারটি ক্যাটাগরিতে মোট ২৫,১২৫ জন নারীকে ০৫ (পাঁচ) মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান। IT Service Provider হিসেবে ১০,৪০০ জন Women Freelancer হিসেবে ১০,৪০০ জন Women Call Centre Agent হিসেবে ১,০৭৫ জন Women E-commerce Professional হিসেবে ৩,২৫০ জন
খ) প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের নিয়ে ০১ (এক) মাসব্যাপী মেন্টরশীপ প্রোগ্রাম আয়োজন।
গ)তথ্যপ্রযুক্তি প্রয়োগে নারীর ক্ষমতায়ন বিষয়ে কেন্দ্রীয় পর্যায়ে ২টি ও ৪৪টি জেলায় ১টি করে সর্বমোট ৪৬টি সেমিনার আয়োজন ও প্রচার।
ঘ) ২৫,১২৫ জন নারীকে আইসিটি পেশাজীবী এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য একটি একক নারী উদ্যোক্তা প্ল্যাটফরম তৈরি।
ঙ) সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থার সাথে পার্টনারশীপ স্থাপন এবং চাকুরী মেলার আয়োজন।
প্রকল্পের ফলাফল
তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারীর দক্ষতা অর্জিত হবে, নতুন কর্মসংস্থান এর সৃষ্টি হবে অর্থাৎ অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে। উপজেলা পর্যায়ে আইসিটি সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তি খাতে দক্ষ নারী কর্মী ও নারী উদ্যোক্তা তৈরি হবে। সরকারি-বেসরকারি সংস্থার সাথে পার্টনারশীপ এর ফলে উপজেলা পর্যায়ের নারীদের প্রশিক্ষণ পরবর্তী কর্মসংস্থান এবং পরামর্শদানের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।