পদ্মা সেতু পেরিয়ে উল্টাল ট্রাক, আহত ৪ – Ekush.Info

সোমবার বিকালে মাওয়া প্রান্তে সেতু থেকে নামার পর পেঁয়াজবাহী পিকআপটি দুর্ঘটনায় পড়ে বলে জানান পদ্মা সেতু উত্তর থানার (ওসি) আলমগীর হোসেন।

ফরিদপুর থেকে পেঁয়াজ নিয়ে ট্রাকটি ঢাকার আড়ত শ্যামপুরে যাচ্ছিল। আহতদের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওই ঘটনাস্থলে ওই সময় আরেকটি দুর্ঘটনা ঘটে; সেতু কর্তৃপক্ষের একটি টহল জিপকে আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়।

পিকআপটি উল্টে গিয়ে রাস্তার পাশে পড়লে পেঁয়াজ ছড়িয়ে পরে সড়ক জুড়ে।

ওই পিকআপে থাকা পেঁয়াজ ব্যবসায়ী সাহেদ মিয়া জানান, তিনি ফরিদপুর থেকে ১৩৪ বস্তা পেঁয়াজ নিয়ে ঢাকার শ্যামবাজারে যাচ্ছিলেন। তিনি ওই ট্রাকেই ছিলেন।

“ট্রাকটি সেতু পেরিয়ে মাওয়া প্রান্তে  সংযোগ সড়কে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।”

এতে পেঁয়াজ ছড়িয়ে পড়ে রাস্তায়। ক্ষতিগস্ত হয় সংযোগ সড়কের স্টিলের রেলিং।

পেঁয়াজ ব্যবসায়ী সাহেদ মিয়া বলেন, তিনি ফরিদপুর থেকে ১৩৪ বস্তা পেঁয়াজ নিয়ে ঢাকার শ্যামবাজার যাচ্ছিলেন। তিনি ওই ট্রাকেই ছিলেন।

“ট্রাকটি সেতুর মাওয়া প্রান্তে পৌঁছালে এর চালক নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।”