পাপ ও তাওবা – Ekush.Info

পাপ ও তাওবা

পাপ ও তওবাআনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—

«كل ابن آدم خطاء وخير الخطائين التوابون»

‘মানুষ মাত্রই পাপ করে থাকে। আর পাপীদের মধ্যে তাওবাকারীরাই উত্তম।’ [জামে তিরমিযী : ২৪৯৯]

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন—
« لله أشد فرحا بتوبة عبده المؤمن»

‘আল্লাহ তাঁর মুমিন বান্দার তাওবার কারণে অধিকতর আনন্দিত হন।’ [সহীহ মুসলিম : ২৭৪৪]

আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—

«لله أفرح بتوبة أحدكم من أحدكم بضالته إذا وجدها»

‘তোমাদের কেউ তার হারানো মাল ফিরে পেলে যতটা আনন্দিত হয়, তোমাদের কারো তাওবায় (ক্ষমা প্রার্থনায়) আল্লাহ তার চেয়ে বেশি আনন্দিত হন।’ [জামে তিরমিযী : ২৪৯৯]

আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—

«والذى نفسى بيده لو لم تذنبوا لذهب الله بكم، ولجاء بقوم يذنبون ، فيستغفرون الله ، فيغفرلهم»

‘সেই সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ! তোমরা যদি গোনাহ না করতে তবে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন। অতঃপর এমন এক জাতি সৃষ্টি করতেন যারা গোনাহ করতো, অতঃপর তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতো এবং আল্লাহ তা‘আলা তাদের ক্ষমা করতেন।’ [সহীহ মুসলিম, কিতাবুত-তাওবাহ : ২৭৪৯]