যুক্তরাষ্ট্রে পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতে ৪০ বছরের রেকর্ড – Ekush.Info

যুক্তরাষ্ট্রে জুনে পণ্যমূল্য আরো বেড়ে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইউক্রেনে যুদ্ধের কারণে সরবরাহ বিপর্যয়ে জ্বালানি তেল ও অন্যান্য দ্রব্যের মূল্য বাড়ার ফলে মূল্যস্ফীতি আরো বাড়বে বলে আগেই ধারণা করেছিলেন অর্থনীতিবিদরা। তবে তাদের ধারণার থেকেও জুন মাসে বেশি বেড়েছে মূল্যস্ফীতি। এটি বেড়ে ৯ দশমিক ১ শতাংশে পৌঁছেছে, যা ১৯৮১ সালের পর থেকে সর্বোচ্চ।

মাসিক ভিত্তিতে, দাম মে থেকে জুন পর্যন্ত ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এর আগে এপ্রিল থেকে মে মাসে দাম ১ শতাংশ বৃদ্ধি পায়।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, নিত্যপণ্যসহ সব কিছুর দাম বাড়ায় বহু পরিবারের জীবনমান কমেছে। দেশটিতে মাথাপিছুর আয়ের তুলনায় নিত্যপণ্যের দাম বাড়ছে হু হু করে।

আগে যে খরচে সংসার চলত, তার চেয়ে অনেক বেশি খরচ করতে হচ্ছে যুক্তরাষ্ট্রে বসবাসরত পরিবারগুলোকে। মূল্যস্ফীতির কারণে নিম্ন-আয়ের, কৃষ্ণাঙ্গ এবং হিস্পানিকদের মাস চালাতে হিমশিম খেতে হচ্ছে। কারণ তাদের আয়ের একটি অংশ আবাসন, পরিবহন এবং খাবারের পেছনে খরচ হয়।

দেশটির প্রাপ্তবয়স্কদের প্রায় ৪০ শতাংশ বলছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা বাইডেন প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।

প্রেসিডেন্ট বাইডেনের কাছে মূল্যস্ফীতি চ্যালেঞ্জিং রাজনৈতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ নিত্যপণ্যের দাম বৃদ্ধি সাধারণ ভোটারদের সরাসরি প্রভাবিত করছে। এ ছাড়া কিছু অর্থনীতিবিদ ভোগ্যপণ্যসহ সব জিনিসের দাম বৃদ্ধির জন্য করোনা মহামারির মধ্যে সহায়তা দেয়ার জন্য তৈরি করা প্রেসিডেন্টের ব্যয় কর্মসূচিকে (এসপেন্ডিং প্রোগ্রামস) দায়ী করেছেন। নিউজ বাংলা