ইউক্রেনের সবাইকে নাগরিকত্ব দেবে রাশিয়া : ডিক্রিতে সই পুতিনের

ইউক্রেনের সব নাগরিকদের দ্রুততার সাথে রুশ নাগরিকত্ব প্রদান করার লক্ষ্যে একটি ডিক্রিতে সই করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের ওয়েবসাইটে প্রদর্শিত এক নথিতে এ তথ্য বলা হয়েছে।
ডিক্রিতে বলা হয়েছে, ‘সহজ উপায়ে ইউক্রেনের সকল নাগরিককে রুশ ফেডারেশনের নাগরিক হতে আবেদন করার অধিকার’ দেয়া হলো।
ইতোপূর্বে স্বঘোষিত বিচ্ছিন্ন অঞ্চল দনেৎস্ক রিপাবলিক (ডিপিআর) ও লুহানস্ক পিপলস রিপাবলিককে (এলপিআর) এই সুযোগ দেয়া হয়েছিল।