শহরের চেয়ে গ্রামে দ্বিগুণ স্মার্টফোনের ব্যবহার – Ekush.Info

দেশে বর্তমানে ৯ কোটি ৫০ লাখ ৫২ হাজার ৪২৪ জনের মুঠোফোন আছে। এর মধ্যে ৫ কোটি ৫১ লাখ পুরুষ এবং ৩ কোটি ৯৯ লাখের বেশি নারী। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। তবে শহরের চেয়ে দ্বিগুণ স্মার্টফোনের ব্যবহার হয় গ্রামে।

বিবিএস ব্যক্তি ও পরিবার পর্যায়ে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও সুবিধার ওপর এই জরিপ করে। রবিবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, দেশে ২ কোটি ২০ লাখ ২ হাজার ৯৯২ বা ৫২ শতাংশ পরিবারে এখন স্মার্টফোন আছে। তবে শহরে যেখানে ৭৪ লাখ পরিবারে স্মার্টফোন আছে, সেখানে গ্রামে এই সংখ্যা ১ কোটি ৪৬ লাখ। জরিপে মুঠোফোন ব্যবহারের হিসাবটি ৫ বছরের বেশি বয়সের জনগোষ্ঠীকে বিবেচনায় নেওয়া হয়েছে। ৩০ হাজার ৮১৬টি পরিবারের কাছ থেকে তথ্যপ্রযুক্তির ব্যবহার বিশেষ করে মুঠোফোন, রেডিও-টিভি, ট্যাব, ইন্টারনেটসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয় জরিপে।

নিজের মুঠোফোন না থাকলেও অনেকে পরিবার-পরিজনের মুঠোফোনে কথা বলেন। অন্যের ফোন ব্যবহারকারীর সংখ্যা আরও প্রায় সাড়ে ৪ কোটি। তাতে সব মিলিয়ে মুঠোফোন ব্যবহারকারী নারী-পুরুষের সংখ্যা ১৩ কোটি ৮৩ লাখ ছাড়িয়ে যায়। বিবিএসের তথ্যমতে, বর্তমানে দেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি।

বিবিএস জরিপমতে, নিজের মুঠোফোন আছে, এমন মানুষের সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি প্রায় ৬৮ শতাংশ। আর সবচেয়ে কম ৫৫ শতাংশ নিজের মুঠোফোন রয়েছে ময়মনসিংহ বিভাগে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার ৩১৭ জন। পরিবার বিবেচনায় নিলে বলা যায়, ১ কোটি ৬০ লাখ পরিবারের ইন্টারনেট সংযোগ আছে। ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে দিনে অন্তত একবার ইন্টারনেট ব্যবহার করেন ৬৮ শতাংশ। এই তালিকায় অবশ্য ময়মনসিংহ বিভাগের লোকজন সবচেয়ে এগিয়ে আছে। সেখানকার প্রায় ৭৮ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী দিনে অন্তত একবার অনলাইনে ঢুঁ মারেন। এ ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে আছে রংপুর বিভাগ। সেখানে এই হার সাড়ে ৬২ শতাংশের ওপরে।