যে তিনটি দেশের মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সবচেয়ে বেশি সক্রিয় থাকেন, তার অন্যতম বাংলাদেশ। তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত ও ফিলিপাইন।গত বৃহস্পতিবার মেটার তরফ থেকে এই খবর দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ডিসেম্বরে বিশ্বজুড়ে প্রতিদিন গড়ে প্রায় ২০০ কোটি মানুষ একবারের জন্য হলেও ফেসবুকে প্রবেশ করেছে। সংখ্যাটা বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ। সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহার করেছে ভারত, ফিলিপাইন ও বাংলাদেশ—এই তিন দেশের মানুষ।
২০২১-য়ে ডিসেম্বরে ফেসবুকে দৈনিক গড় ব্যবহারকারীর সংখ্যা ১৯৩ কোটি ছিল বলে মেটার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার আগের বছর ডিসেম্বরে সংখ্যাটা ছিল চার শতাংশ বৃদ্ধি পেয়েছে। মেটার তরফ থেকে বলা হয়েছে, ফেসবুকে গড় ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির পিছনে রয়েছে বাংলাদেশ, ভারত ও ফিলিপাইনের ব্যবহারকারীরা।
মাসিক ব্যবহারকারী সংখ্যার নিরিখেও শীর্ষ তিন দেশের একটি বাংলাদেশ। মেটার প্রতিবেদন অনুসারে, গত বছরের ডিসেম্বরে বিশ্বজুড়ে ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ২৯৬ কোটি। এক বছরের মধ্যে সংখ্যাটা দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে।
মেটার পক্ষে ২০২২ সাল ছিল অত্যন্ত খারাপ।গত নভেম্বরে মেটা জানায়, তারা ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এই প্রথম একসঙ্গে এতজনকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিলে মার্ক জাকারবার্গ। মেটা কর্তা বলেন, ২০২৩-কে তারা প্রতিষ্ঠানের জন্য দক্ষতার বছর হিসেবে ধার্য করেছে। প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী ও গতিময় করে তোলাই তাদের একমাত্র লক্ষ্য।