আসুন, আমরা রাণী উখেংচিং মারমাকে অভিনন্দন জানাই! তিনি বাংলাদেশী আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী প্রথম ব্যক্তি যিনি যুক্তরাষ্ট্রের বোস্টনে অবস্থিত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (MIT)-এর স্নাতকোত্তর কার্যক্রমে ভর্তি হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট’র শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক ব্যুরোর সহায়তাপুষ্ট গ্লোবাল আন্ডারগ্রাজুয়েট এক্সচেঞ্জ প্রোগ্রামের শিক্ষার্থী ছিলেন।

Let’s congratulate ? Rani Ukhengching Marma, as she is the first person from a Bangladeshi indigenous group to enroll in a Master’s program at the Massachusetts Institute of Technology (MIT) in Boston, U.S. She was a student in the Global Undergraduate Exchange Program sponsored by the Bureau of Educational and Cultural Affairs under the U.S. Department of State.