প্রবাস

একুশে পদক, ইউএসএ ২০২৫: মাতৃভাষা ও সংস্কৃতির গৌরবময় স্বীকৃতি

  ২৪ ফেব্রুয়ারি ২০২৫ , ২:২৫:৪৪

0Shares

‘একুশে পদক ইউএসএ ২০২৫’ গ্রহন করছেন ডা. নাসির আহমেদ অপু (স্পন্দন-এর অন্যতম প্রতিষ্ঠাতা, গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী) ছবি: কিউ এম হুদা

একুশে পদক, ইউএসএ ২০২৫: মাতৃভাষা ও সংস্কৃতির গৌরবময় স্বীকৃতি


ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাউন্টির পেরিস সিটিতে নির্মিত শহীদ মিনার কেন্দ্র করে একুশে উদযাপনকে ঘিরে গঠিত হয়েছে দুটি পৃথক কমিটি—ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ ডে কমিটি এবং ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ ডে সেলিব্রেশন। উভয় সংগঠনই সংক্ষেপে আইএমএলডিসি নাম ব্যবহার করছে।

গত ৮ ফেব্রুয়ারি ২০২৫, আইএমএলডিসি (সেলিব্রেশন) উত্তর আমেরিকায় বাংলা ভাষা ও সংস্কৃতির প্রচারে বিশেষ অবদান রাখা সাতজন প্রবাসী গুণীজনকে ‘একুশে পদক ইউএসএ ২০২৫’ প্রদান করে সম্মানিত করেছে। এই গৌরবজনক স্বীকৃতি পেয়েছেন—

✅ মাইকেল এম ভারগাস (মেয়র, সিটি অব পেরিস, ক্যালিফোর্নিয়া)
✅ রোকেয়া হায়দার (ভয়েস অব আমেরিকার প্রাক্তন বাংলা বিভাগের প্রধান)
✅ মমিনুল হক বাচ্চু (সমাজসেবক)
✅ কাজী মশহুরুল হুদা (মাইম আইকন, লেখক ও সাংবাদিক)
✅ মোয়াজ্জেম হোসেন চৌধুরী (বিশিষ্ট সমাজসেবক)
✅ ডা. নাসির আহমেদ অপু (স্পন্দন-এর অন্যতম প্রতিষ্ঠাতা, গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী)

আইএমএলডিসি (সেলিব্রেশন) কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি বছর এই পদক প্রদান অব্যাহত রাখা হবে।

এদিকে, ইতালিতে বসবাসরত কমিউনিটি গুণীজনদের সম্মাননা জানিয়ে ‘একুশে পদক, ইতালি ২০২৫’ প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

প্রতিবেদন: কাজী মশহুরুল হুদা,  লস এঞ্জেলেস


0Shares

আরও খবর