রাজনীতি

এনসিপির শীর্ষ নেতাদের পরিচয় জেনে নিন

  তানভীর হাসান ২ মার্চ ২০২৫ , ১১:৪৫:২১

ওপরের বাম থেকে- নাসিরুদ্দীন পাটওয়ারি, নাহিদ ইসলাম, সামান্তা শারমিন, হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা, আখতার হোসেন, সারজিস আলম, আবদুল হান্নান মাসউদ/কোলাজ

জেনে নিন এনসিপির শীর্ষ নেতাদের পরিচয়

নতুন এই দলের ১৭১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম ও আখতার হোসেনের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক দল “জাতীয় নাগরিক পার্টি” (এনসিপি)।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই দলের ১৭১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দলের শীর্ষ পদে রয়েছেন সামান্তা শারমিন, আরিফুল ইসলাম, ডা. তাসনিম জারা, নাসিরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। চলুন আজকের এই প্রতিবেদনে শীর্ষ নেতাদের পরিচয় জেনে নেই।

নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি ১৯৯৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ২০১৪ সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুল থেকে এসএসসি পাস করেন। সরকারি বিজ্ঞান কলেজ থেকে ২০১৬ সালে এইচএসি পাস করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। ২০২২ সালে অনার্স পাস করেন। বর্তমানে একই বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী তিনি। নাহিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন। এছাড়াও তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তি নামের একটি সংগঠনের সদস্য সচিব ছিলেন।

আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন আখতার হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক এই শিক্ষার্থী সর্বশেষ ডাকসুর সমাজসেবা সম্পাদক ছিলেন। তার জন্ম রংপুর জেলায়। তিনি জাতীয় নাগরিক কমিটির সাবেক সদস্য সচিব ও গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক ছিলেন।

সামান্তা শারমিন

জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন সামান্তা শারমিন। তিনি জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক এই শিক্ষার্থীর জন্ম ঢাকায়। শিক্ষা জীবনে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত ছিলেন।

আরিফুল ইসলাম

আরেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ছাত্র জীবনে ছাত্র অধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি বরিশাল জেলায়। তিনি সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন।

তাসনিম জারা

জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে থাকছেন ডা. তাসনিম জারা। জারা ১৯৯৫ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ভিকারুন্নেছা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। পরবর্তীতে, উচ্চতর পড়াশোনা করতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখান থেকে সর্বোচ্চ ফলাফল অর্জন করে ডিগ্রি সম্পন্ন করেন। জারা যুক্তরাজ্যের কেমব্রিজের একজন চিকিৎসক ও ‘সহায় হেলথ’ এর সহপ্রতিষ্ঠাতা।

নাসিরুদ্দীন পাটওয়ারী

এনসিপির প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন নাসিরুদ্দীন পাটওয়ারী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থী। চাঁদপুরের সন্তান নাসীরুদ্দীন ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ছাত্র ফেডারেশনের প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক পদের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পরবর্তীতে ২০২২ সালের ২০ সেপ্টেম্বর তিনি এবি পার্টিতে যোগ দিয়েছিলেন। সর্বশেষ তিনি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ছিলেন।

আবদুল হান্নান মাসউদ

যুগ্ম সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন আবদুল হান্নান মাসউদ। তারা গ্রামের বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এই শিক্ষার্থী ছাত্র শক্তির ঢাবি শাখার যুগ্মসচিব ছিলেন। সর্বশেষ তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

হাসনাত আবদুল্লাহ

নতুন দলে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন হাসনাত আবদুল্লাহ। কুমিল্লার সন্তান হাসনাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে সাবেক শিক্ষার্থী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ছিলেন।

সারজিস আলম

এনসিবির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ১৯৯৮ সালে পঞ্চগড় জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের সাবেক শিক্ষার্থী। সারজিস ২০১৯ সালের ডাকসু নির্বাচনে একুশে হল ছাত্র সংসদ থেকে সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন।

আরও খবর