আন্তর্জাতিক

গুম–খুনের বিচার ও আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংস্থার চিঠি

  ২১ অক্টোবর ২০২৫ , ১:১৮:১৪

গুম–খুনের বিচার ও আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংস্থার চিঠি

চিঠিতে বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে সংস্কারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি ২০২৬ সালের নির্বাচনের আগে মানবাধিকার রক্ষার পরিসর বাড়ানোর আহ্বান জানায় সংস্থাগুলো।

বাংলাদেশে নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে গুম-খুনের বিচার নিশ্চিত, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বেশ কয়েকটি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে ৬টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।

রোববার হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে ওই চিঠি প্রকাশ করা হয়। চিঠিতে বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে সংস্কারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি ২০২৬ সালের নির্বাচনের আগে মানবাধিকার রক্ষার পরিসর বাড়ানোর আহ্বান জানায় সংস্থাগুলো।

একই সঙ্গে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা বিধান, নিরাপত্তা খাত সংস্কার, জুলাই বিপ্লবের সময় ও গত ১৫ বছরে গুরুতর নির্যাতনের জন্য অপরাধীদের জবাবদিহি নিশ্চিত, নিরাপত্তা বাহিনীর সদস্যদের জবাবদিহি, নির্বিচার গ্রেপ্তার ও আটক বন্ধ এবং আওয়ামী লীগের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা বন্ধে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়।

 গুম–খুনের বিচার ও আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংস্থার চিঠিচিঠিটি পাঠিয়েছে– এইচআরডব্লিউ, বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা নিউইয়র্কভিত্তিক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে), বিশ্বজুড়ে নাগরিক সমাজের অধিকার রক্ষায় কাজ করা দক্ষিণ আফ্রিকাভিত্তিক সংস্থা সিভিকাস, রোহিঙ্গাদের অধিকার নিয়ে বিশেষভাবে কাজ করা মানবাধিকার সংগঠন থাইল্যান্ডভিত্তিক ফোরটিফাই রাইটস, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ও টেক গ্লোবাল ইনস্টিটিউট।

আরও খবর