জাতীয়

জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টার সঙ্গে সাধারণ মানুষের শুভেচ্ছা বিনিময়

  ৩১ মার্চ ২০২৫ , ১০:০০:১২

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাধারণ মানুষ শুভেচ্ছা বিনিময় করেছেন।

জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টার সঙ্গে সাধারণ মানুষের শুভেচ্ছা বিনিময়

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাধারণ মানুষ শুভেচ্ছা বিনিময় করেছেন।

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের প্রধান জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমাম এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন ক্বারী মুহাম্মদ হাবিবুর রহমান মোকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নামাজের পর শুভেচ্ছা বিনিময় করতে হাজারো মানুষ ড. ইউনূসকে ঘিরে ধরেন। প্রধান উপদেষ্টা যখন মানুষের বাড়িয়ে দেওয়া হাত স্পর্শ করতে ব্যস্ত, মানুষ তখন ‘স্যার ৫ বছর’, ‘স্যার ৫ বছর’, ‘ইউনূস সরকার বারবার দরকার’ বলে চিৎকার করতে থাকে।

জাতিকে এক সুতোয় গাঁথা শুরু হবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবারের ঈদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেছেন, দেশে শান্তি অত্যন্ত জরুরি। তাই পরষ্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবো, যাতে মানুষ নিজের আগ্রহে দেশে চলতে পারে। কারো যাতে ভয়ে চলতে না হয়! উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের অবশ্যই ভাবতে হবে। ভবিষ্যতের জন্য কাজ করতে হবে। এখন থেকেই জাতিকে এক সুতোয় গাঁথা শুরু হবে।

তিনি আরো বলেন, আমরা যেন পরস্পরের কাছে আসি, দূরত্ব থেকে সরে আসতে পারি। চারদিকে সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি। কারণ, ঐক্যবদ্ধ হওয়া এই সময়ের জন্য বিশেষভাবে জরুরি।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ এখনো সমৃদ্ধ নয়। দেশের অনেক কিছু পাওয়ার আছে। উজ্জ্বল ভবিষ্যতের জন্য অবশ্যই আমাদের ভাবতে হবে।

তিনি বলেন, ঈদের বাণীই হচ্ছে, নিজেদের মধ্যে সমঝোতা, অতীতকে পেছনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া। সমাজে এরকম একটা দিন আমরা স্থির করতে পেরেছি, এটাই আমাদের জন্য একটা মস্তবড় আশীর্বাদ।

আরও খবর