আন্তর্জাতিক

ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় প্রত্যাবাসন অভিযানঃ

  ১৯ ফেব্রুয়ারি ২০২৫ , ৮:৫৪:১৬

অভিবাসী পরিবারগুলোতে নিরাপত্তাহীনতা ও মানসিক চাপ বৃদ্ধি: মানসিক যন্ত্রণা আত্মহত্যা
যুক্তরাষ্ট্রের টেক্সাসে ১১ বছর বয়সী এক মেয়ে আত্মহত্যা করেছে। সহপাঠীদের মানসিক নির্যাতন ও হুমকির ফলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মেয়েটির মা জানিয়েছেন, সহপাঠীরা তার মেয়েকে ভয় দেখাত যে, তারা অভিবাসন কর্তৃপক্ষকে ডেকে তার পরিবারকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেবে। স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

মেয়েটির মা বলেন, ‘আমি পুরো এক সপ্তাহ মেয়ে সুস্থ হয়ে যাবে, এমন মিরাকলের জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত কিছুই করা সম্ভব হয়নি।’

জানা গেছে, মেয়েটি নিয়মিতভাবে স্কুলের কাউন্সেলরের কাছে যেত। তবে এই কাউন্সেলিং তার মানসিক যন্ত্রণা লাঘব করতে পারেনি।

ঘটনাটি এমন এক সময় ঘটল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় প্রত্যাবাসন অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের পর দেশটির অভিবাসন কর্তৃপক্ষ প্রায় ১ কোটি ২০ লাখ নথিবিহীন অভিবাসীর বিরুদ্ধে অভিযান শুরু করে।

এই মর্মান্তিক ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিবাসী পরিবারগুলোতে নিরাপত্তাহীনতা ও মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে।

আরও খবর