জাহান হাসান ৬ মার্চ ২০২৫ , ১:৪৫:২৪
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ মইনউদ্দিন। তিনি প্রধান উপদেষ্টার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিষয়ক সহকারী হিসেবে কাজ করবেন। প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
বুধবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রপ্রবাসী শেখ মইনউদ্দিন সড়ক ও অবকাঠামো খাতে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা নিয়ে আসছেন।
তিনি বর্তমানে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের সেফটি ও অপারেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের প্রগ্রাম ও প্রকল্প ব্যবস্থাপনা বিভাগে প্রকল্প ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ২৫ বছরেরও বেশি সময় ধরে লস অ্যাঞ্জেলেসের সরকারি খাতে বহু বিলিয়ন ডলারের অবকাঠামো প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন তিনি।
তিনি আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টসের (এএবিইএ) কেন্দ্রীয় সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
AABEA Central (American Association of Bangladeshi Engineers & Architects) এর সভাপতি (২০২৩-২০২৪) শেখ মইনুদ্দিন, পিএইচ.ডি. ১৯৯১ সালে লস অ্যাঞ্জেলেসে প্রতিষ্ঠিত AABEA সাউদার্ন ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের সাথে যুক্ত ছিলেন এবং ছিলেন এর প্রতিষ্ঠাতা সভাপতি। এরপর ১৯৯২-১৯৯৩ সালে তিনি এই চ্যাপ্টারের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০০-২০০১ সালে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হিসেবেও কাজ করেন এবং লস অ্যাঞ্জেলেসে কনভেনশন আয়োজনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৯১ সাল থেকে তিনি AABEA-SC-এর বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং চাকরির সন্ধান কমিটি, উদ্বোধনী অনুষ্ঠান কমিটি ইত্যাদির চেয়ারম্যানসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সদস্যদের পেশাগত উন্নয়নে সহায়তা করে চলেছেন এবং ২০১৮ সালে AABEA দ্বি-বার্ষিক কনভেনশনে অসামান্য অবদানের জন্য পুরস্কৃত হন।
শেখ মইনুদ্দিন ইউনিভার্সিটি অব লুইজিয়ানা, লাফায়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএস, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, লং বিচ থেকে এমএস এবং ইউসিএলএ থেকে সিভিল/এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেছেন। স্নাতক অধ্যয়নের সময় তিনি বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন এবং ১৯৮৭ সালে ইউনিভার্সিটির আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়নশিপ অর্জন করেন।
তিনি ১৯৯১ সালে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন (Caltrans)-এ জুনিয়র সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ধাপে ধাপে উন্নতি করে বর্তমানে প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন। তিনি ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল অবকাঠামো প্রকল্প, প্রায় $১০০ বিলিয়ন মূল্যের হাই-স্পিড রেল (Southern California Segment) প্রকল্প পরিচালনা করছেন, যা সান দিয়েগো থেকে সান ফ্রান্সিসকো পর্যন্ত বিস্তৃত। এছাড়াও, তিনি লস অ্যাঞ্জেলেস ইউনিয়ন স্টেশন সম্প্রসারণ প্রকল্প (Link US) পরিচালনা করছেন, যার বাজেট $২.৮ বিলিয়ন।
তার অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ১০১ ফ্রিওয়ে-র উপর বিশ্বের বৃহত্তম $৯২ মিলিয়ন মূল্যের ‘Wildlife Crossing’ সেতু নির্মাণ, যা দুই পর্বতমালার মধ্যে বন্যপ্রাণীদের চলাচলের জন্য সংযোগ স্থাপন করবে। তিনি যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ‘Flex Lane’ ধারণার প্রবর্তন করেন, যা ২০১৬ সালে বার্লিনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপিত হয়। ২০১০ সালে তিনি ‘Dynamic Lane Management System’ বাস্তবায়ন করেন, যা পরবর্তীতে ‘Excellence in Transportation’ এবং ‘TRANNY’ পুরস্কার লাভ করে।
তিনি ফেডারেল হাইওয়ে অ্যাডমিনিস্ট্রেশন (FHWA), আমেরিকান অ্যাসোসিয়েশন অব স্টেট হাইওয়ে অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফিসিয়ালস (AASHTO), এবং ক্যালিফোর্নিয়া ট্রান্সপোর্টেশন ফাউন্ডেশন (CTF) থেকে একাধিক পুরস্কার পেয়েছেন। ২০২৪ সালে তিনি PECG (Professional Engineers in California Government) থেকে ‘Professional Achievement Award’ লাভ করেন। এছাড়াও, তিনি ক্যালিফোর্নিয়া স্টেট সিনেটর, লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপারভাইজরসহ বিভিন্ন শহর ও কমিউনিটির কাছ থেকে বিশেষ স্বীকৃতি পেয়েছেন। তার কাজ নিউ ইয়র্ক টাইমস, লস অ্যাঞ্জেলেস টাইমস এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক পরিবহন সাময়িকীতে প্রকাশিত হয়েছে।