জাতীয়

ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো: প্রেস সচিব

  ২০ মার্চ ২০২৫ , ৫:৪৭:৪৫

ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব ভালো। এই সাত মাসে অন্তর্বর্তী সরকারের সাথে ভারতের বাণিজ্য আরও বেড়েছে।বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, ‘আমাদের সাথে ইন্ডিয়ার খুবই ভালো সম্পর্ক আছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরে এই সাত মাসে ইন্ডিয়ার সাথে আমাদের ট্রেড আরও বেড়েছে। আমাদের সম্পর্কটা ভালো। তবে ভিসার বিষয়ে কিছু জটিলতা আছে, সেটা ফরেন মিনিস্ট্রি বলতে পারবে।’
প্রেস সচিব আরও বলেন, ‘আমরা অবশ্যই ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক চাই। অবশ্যই সেটা ন্যায্যতা, সমতা এবং মর্যাদাপূর্ণ সম্পর্ক হতে হবে।’

তিনি বলেন, ‘চীনে প্রধান উপদেষ্টার সফর একটি ঐতিহাসিক সফর হচ্ছে। চীন আমাদের এখান থেকে তিনটি কৃষিপণ্য খুব বড় আকারে আমদানি করতে চায়। এগুলো হচ্ছে—আম কাঁঠাল এবং পেয়ারা। আমরা আশ করছি, চীনে রপ্তানির একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। বাংলাদেশের আম চীনের নাগরিকরা পছন্দ করছেন। এই সফরের মাধ্যমে চীনের এই বাজার আরও উন্মুক্ত হবে আমাদের জন্য। কাঁঠালও পছন্দ করে চীনারা, এটিও আমরা আশা করি, খুব বড় আকারে রপ্তানি করতে পারবো। আমের মান নিশ্চিত করতে এফএও আমাদের চার মিলিয়ন ডলার দিচ্ছে। রপ্তানির জন্য কিছু স্ট্যান্ডার্ড বজায় রাখতে হয়, সেটি বজায় রাখতে তারা আমাদেরকে কারিগরি সহায়তা দিচ্ছে। এর ফলে বাংলাদেশের আম বৃহৎ আকারে চীনে যাবে।’

বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা ৭ বছর রেখে নারী ও শিশু নির্যাতন সংশোধন আইন পাস করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদে এই আইন পাস করা হয়। বৃহস্পতিবার (২০ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এই তথ্য জানান।

শফিকুল আলম বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের সর্বোচ্চ সাজা বাড়িয়ে ৭ বছর করা হয়েছে।

এটি নারী ও শিশু নির্যাতনের মামলার মধ্যেই থাকবে। তবে একই আইনের মধ্যে পৃথকভাবে এটিকে রাখা হয়েছে।

উপদেষ্টা পরিষদে নেওয়া অন্যান্য সিদ্ধান্তের বিষয়ে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব বলেন, ‘সরকারি কাজের দরপত্রে দুর্নীতি কমাতে এবং স্বচ্ছতার জন্য এখন থেকে সরকারি কাজ শতভাগ টেন্ডারের মাধ্যমে হবে। এত দিন টেন্ডারের মাধ্যমে ৬০ শতাংশ কাজ হতো।

এ ছাড়া তিন পার্বত্য জেলায় চৈত্রসংক্রান্তিতে নির্বাহী আদেশে ছুটির ঘোষণা দেওয়া হয়েছে উল্লেখ করে শফিকুল আলম আরো বলেন, অন্য জেলার বা সমতলের আদিবাসীরাও এই ছুটি পাবেন।

আরও খবর

বিকল্প নেই রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনার

নির্বাচনে ডিসিদের নেগেটিভ ভূমিকা থাকার কারণে ২২ জন বাধ্যতামূলক অবসরে

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ১০ হাজার ছাড়াল

হিযবুতের মতো সংগঠন ঠেকাতে পুলিশের গোয়েন্দা সক্ষমতা নেই?

ছিনতাইকারীর হাত থেকে বাঁচতে যা যা করবেন

রাজনৈতিক শক্তি উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন: উপদেষ্টা নাহিদের পদত্যাগ

অভিনেতা থেকে দেশের কর্ণধার! আবার অন লাইভ টিভি!!

এবার ঈদে লম্বা ছুটি, তারিখ ঘোষণা করল জনপ্রশাসন মন্ত্রণালয়

বিএনপি’র ইফতারে রাজনৈতিক দলের মিলনমেলা

অগ্রাধিকার ভিত্তিতে চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজড করার নির্দেশ

ক্ষমতা অপব্যবহারের দায় সরকার এড়াতে পারে না: টিআইবি

ধর্ষণবিরোধী পদযাত্রা সংক্রান্তে প্রকাশিত ছবি সম্পর্কে পুলিশের বক্তব্য

  • ফেসবুকে আমরা

    Facebook Pagelike Widget
  • আরও খবর: জাতীয়

    বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক বসাল যুক্তরাষ্ট্র

    মার্চে ২৯৮ ভুল তথ্য প্রচার, বাদ যাননি ড. ইউনূস-সেনাপ্রধান

    জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টার সঙ্গে সাধারণ মানুষের শুভেচ্ছা বিনিময়

    দেশবাসীকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

    আগামী নির্বাচনে নাগরিকেরা কোন দলকে ভোট দেবেন

    তদন্তে টাকা পাচারের যেসব ভয়ংকর তথ্য ওঠে এসেছে