রাজনীতি

মাহফুজ আলমের ঐক্য ও সমন্বয়ের আহ্বান: অন্তর্ঘাতী ও ফ্যাসিবাদ মোকাবিলায় জোর

  ১৯ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:৪৩:৪২

মাহফুজ আলমের ঐক্য ও সমন্বয়ের আহ্বান: অন্তর্ঘাতী ও ফ্যাসিবাদ মোকাবিলায় জোর

একুশ নিউজ
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম গণঅভ্যুত্থানের শক্তিগুলোর ঐক্যবদ্ধ থাকার ডাক দিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি ‘মাস্টারমাইন্ড’ মিডিয়া হাইপ প্রত্যাখ্যান করে বলেন, ‘এ অভ্যুত্থান সবার। সিদ্ধান্ত নেওয়ার সময় পাঁচ-ছয় গ্রুপের মতামত বিশ্লেষণ করা হতো।’ বৈষম্যবিরোধী আন্দোলনে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনায় সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া তুলে ধরে তিনি বলেছেন, ‘জনগণই ছিল বৈধ নেতৃত্ব।’

‘তৌহিদি জনতা’ প্রসঙ্গে কষ্টপ্রাপ্তদের কাছে দুঃখপ্রকাশ করে মাহফুজ আলম বলেন, ‘বিভাজনমূলক বক্তব্য থাকলে তা পুনর্বিবেচনা করতে প্রস্তুত আছি।’ তিনি ভারসাম্য ও ঐক্য রক্ষার তাগিদ দিয়ে অন্তর্ঘাতী, স্যাবোটাজ ও ‘অনার কোড’ লঙ্ঘনকারীদের বিচ্ছিন্ন করতে বলেছেন। এছাড়া ফ্যাসিবাদবিরোধী শক্তিকে রাজনৈতিক স্পেস না দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

মাহফুজ আলমের মতে, ‘শত্রু শক্তিশালী, মিত্র কম। মিত্রতা বাড়িয়ে শত্রু পরাস্ত করলেই জনগণ উপকৃত হবে।’ তিনি ইতিবাচক প্রতিযোগিতার মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ার সম্ভাবনার কথা উল্লেখ করেন।

Summary of the statements made by Mahfuz Alam, an interim government advisor.

The main elements are:

1. Mahfuz Alam’s call for unity among all forces of the mass uprising.

2. Rejection of the “Mastermind” media narrative.

3. Emphasis on inclusive decision-making involving multiple stakeholders.

4. Apology for remarks about “Tauhidi Janata” that caused hurt.

5. Warning against internal sabotage and need for unity against fascist forces.

6. Importance of maintaining a balanced, non-divisive stance.

আরও খবর