নমুনা পরীক্ষার ফলাফল

রাশিয়ার তেল ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন সম্ভব নয়

পরীক্ষা-নিরীক্ষার জন্য রাশিয়া থেকে সম্প্রতি আসা ৫০ লিটার অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) নমুনা রাষ্ট্রীয় তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) নিজস্ব পরীক্ষাগারে পরীক্ষা করা হয়েছে। নমুনাটি পরীক্ষার পর ফলাফল মূল্যায়ন করে আজ মঙ্গলবার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান বরাবর জমা দেয় ইআরএল কারিগরি কমিটি। ৫০ বছর আগের এ পুরনো রিফাইনারিতে রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন করা সম্ভব না বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এবিএম আজাদ।

পড়ুনঃ রাশিয়ার তেল কিনে ভারতের লাভ হয়েছে ৩৫ হাজার কোটি রুপি

সকাল ১০টায় বিপিসিতে পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদনটি বিপিসির চেয়ারম্যানের পক্ষে প্রতিবেদনটি গ্রহণ করেন মহাব্যবস্থাপক (বাণিজ্য) কুদরত-ই-ইলাহী। ২০ পাতার প্রতিবেদনের মতামত অংশে ইআরএল’র কারিগরি কমিটির সদস্যরা উল্লেখ করেন, ইস্টার্ন রিফাইনারির বর্তমান কাঠামোতে রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন করা সম্ভব না। প্রতিবেদনের খুঁটিনাটি বিষয় পর্যালোচনা শেষে আগামী দু-একদিনের মধ্যে অফিসিয়ালি রাশিয়ার ওই প্রতিষ্ঠানকে জানানো হতে পারে।