১ মার্চ ২০২৫ , ২:৩৮:৩৪
“কোনোরকম চিঠি ছাড়া শিল্পকলা একাডেমি থেকে তাকে টাকা দিতে হবে, কারণ তার খুব দরকার। সে একটা প্রজেক্ট করছেন। সেই প্রজেক্টে আমি বলছিনা সে এখানে টাকা পয়সা কোনো উলটাপালটা হোক, কিন্তু আমাকে কোনো চিঠি ছাড়া, কোনো চিঠি ছাড়া কেমন করে সে চায় টাকা। যখন উপদেষ্টা! এবং আমি যখন বলেছি না, আমাকে চিঠি দেন, চিঠি ছাড়া অবশ্যই আমি টাকা দিবোনা তাকে। আমি কোনো টাকা এখানে ছাড় করবো না। সে তখন আমাকে বলে আপনাকে শ্রদ্ধা করেছি অনেক! আর করবোনা!”
এখন কথা হচ্ছে একজন এমন ব্যক্তিকে শ্রদ্ধা না করার বিষয়টা সরাসরি অসম্মান তথা পুরো শিল্পি সমাজের প্রতি অসম্মান করা। কীভাবে একজন মোস্তফা সরওয়ার ফারুকী এই অনিয়ম করতে বলে! এমন স্বচ্ছ লোকেরাই কি তাইলে আমাদের সাংস্কৃতিক অঙ্গনের মাথা বলে বিবেচিত হচ্ছে! জামিল স্যার একজন নয়! আমরা আছি স্যারের পাশে। শিল্পকলায় কোনো দুর্নীতি অনিয়ম হবেনা মানে হবেনা, সেটা ফারুকী হোক আর যেই হোক। এর সুষ্টু বিচারের দায়িত্ব আমাদের পুরো সাংস্কৃতিক সমাজকেই নিতে হবে। কারোর শ্রদ্ধার আশায় স্যার এখানে আসে নাই। এইটুকু মনে রাখবেন।
Posted by Ibrahim Alin on Friday, February 28, 2025
মোস্তফা সরয়ার ফারুকী কি বলেছেন শুনুন জামিল স্যারের মুখ থেকেই!
“কোনোরকম চিঠি ছাড়া শিল্পকলা একাডেমি থেকে তাকে টাকা দিতে হবে, কারণ তার খুব দরকার। সে একটা প্রজেক্ট করছেন। সেই প্রজেক্টে আমি বলছিনা সে এখানে টাকা পয়সা কোনো উলটাপালটা হোক, কিন্তু আমাকে কোনো চিঠি ছাড়া, কোনো চিঠি ছাড়া কেমন করে সে চায় টাকা। যখন উপদেষ্টা! এবং আমি যখন বলেছি না, আমাকে চিঠি দেন, চিঠি ছাড়া অবশ্যই আমি টাকা দিবোনা তাকে। আমি কোনো টাকা এখানে ছাড় করবো না। সে তখন আমাকে বলে আপনাকে শ্রদ্ধা করেছি অনেক! আর করবোনা!”
এখন কথা হচ্ছে একজন এমন ব্যক্তিকে শ্রদ্ধা না করার বিষয়টা সরাসরি অসম্মান তথা পুরো শিল্পি সমাজের প্রতি অসম্মান করা। কীভাবে একজন মোস্তফা সরওয়ার ফারুকী এই অনিয়ম করতে বলে! এমন স্বচ্ছ লোকেরাই কি তাইলে আমাদের সাংস্কৃতিক অঙ্গনের মাথা বলে বিবেচিত হচ্ছে! জামিল স্যার একজন নয়! আমরা আছি স্যারের পাশে। শিল্পকলায় কোনো দুর্নীতি অনিয়ম হবেনা মানে হবেনা, সেটা ফারুকী হোক আর যেই হোক। এর সুষ্টু বিচারের দায়িত্ব আমাদের পুরো সাংস্কৃতিক সমাজকেই নিতে হবে। কারোর শ্রদ্ধার আশায় স্যার এখানে আসে নাই। এইটুকু মনে রাখবেন।
Posted by Ibrahim Alin on Friday, February 28, 2025
তাঁর বলা অনেকগুলো কথা পুরো সত্য নয়, জামিল আহমেদের পদত্যাগ প্রসঙ্গে ফারুকী
‘শুধু এইটুকু আপাতত বলে রাখি, উনার বলা অনেকগুলা কথা পুরো সত্য নয়, অনেকগুলা কথা ডাহা মিথ্যা এবং কিছু কথা পরিস্থিতি ডিল না করতে পারাজনিত হতাশা থেকে বের হয়ে আসা বলে মনে হচ্ছে। আমার বিস্তারিত লেখা হয়তো উনাকে বিব্রত করতে পারে। কিন্তু আমাকে আপনি এমন এক পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছেন, যেখানে আমাকে বিব্রতকর হলেও সত্য বলতে হবে, জামিল ভাই।