২১ মার্চ ২০২৫ , ৭:৩৬:০৮
হাসনাত আব্দুল্লাহর লাস্ট পোস্ট কতটা সাহসের আর কতটা বিপজ্জনক সেটা হয়তো অনেকে বুঝবেন না।
শুধু একটা কথা বললে, এক কথায় বললে…Posted by সাংবাদিক খালেদ মুহিউদ্দিন on Friday, March 21, 2025
হাসনাত আব্দুল্লাহর লাস্ট পোস্ট কতটা সাহসের আর কতটা বিপজ্জনক সেটা হয়তো অনেকে বুঝবেন না।
শুধু একটা কথা বললে, এক কথায় বললে বলা যায়- ক্যান্টমেন্টে হওয়া কোনো মিটিং নিয়ে এভাবে খোলাখুলি বলার সাহস বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতারাও করবে না। কিন্তু হাসনাত সেই সাহস দেখিয়েছে।
এমনকি ছাত্র প্রতিনিধি কিংবা বিপ্লবীদের সবারও এই সাহস হবে না। সেই সাহস নাই। সেই সাহস করবে না।
হাসনাতরা ভয়ে পেতে কিংবা পালিয়ে যেতে আসে নাই। হাসনাতরা সাহসের সাথে জীবন তুচ্ছ করতে এসেছে।
এই একটা পোস্টের গুরুত্ব বুঝলেও সেটা বলার অপেক্ষা রাখে না।
হাসনাতের কিছু হলে, জুলাই ফিরবে দ্বিগুণ হয়ে।
সেনাবাহিনী নাকি বললো আওয়ামিলীগ ছাড়া কোনো ইনক্লুসিভ নির্বাচন হবেনা, সেটা নাকী অসম্ভব।
অথচ ২০১৪,২০১৮, ২০২৪ এর মতো প্রহসনের নির্বাচন এবং একদলীয় নির্বাচন যখন হলো তখন তাদের কখনো প্রশ্ন জাগেনি?
মানুষ যখন তাদের ভোটাধিকার হারালো, সেটা নিয়ে ও তাদের কোনো প্রশ্ন জাগেনি।
মানে একটা স্বাধীন সার্বভৌম দেশের সেনাবাহিনী গোলামী করতেছে একটা উগ্র সাম্প্রদায়িক দেশের।
মেরুদণ্ড সোজা করতে শেখা উচিত।