ঢাকা টাইমস ৫ নভেম্বর ২০২৫ , ৮:৪২:২৪
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো যখন মাঠে সক্রিয়, তখন নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-ও নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে। অন্তর্বর্তী সরকারের ঘোষণায় ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের সম্ভাবনা স্পষ্ট হওয়ায় দলটি ইতোমধ্যে ৪৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম—রাজনৈতিক পরিষদের একাধিক নেতা জানিয়েছেন, বিএনপি ও জামায়াতে ইসলামী সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে এখনো আলোচনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত দলটি নিজস্ব প্রার্থী তালিকা তৈরির কাজ সম্পন্ন করছে।
সূত্র জানায়, জোট গঠন না হলে এনসিপি মোট ১০০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে। আগামী সপ্তাহের মধ্যেই দলীয় চেয়ারম্যানের অনুমোদন সাপেক্ষে প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
দলীয় সূত্রে আরও জানা গেছে, এনসিপির শীর্ষ নেতারা গুরুত্বপূর্ণ আসন থেকেই নির্বাচনী লড়াইয়ে নামছেন।
দলীয় চেয়ারম্যান আহসান হাবিব রানা প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা-৮ আসনে,মহাসচিব তাসনিম সুলতানা মনোনয়ন পাচ্ছেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী) থেকে, জ্যেষ্ঠ সহসভাপতি রফিকুল ইসলাম লড়বেন রাজশাহী-৪ আসনে, আর দলীয় মুখপাত্র নাসিম আহমেদ যাচ্ছেন ময়মনসিংহ-৩ আসনে।
এনসিপি নেতাদের মতে, “এই নির্বাচন আমাদের জন্য অস্তিত্বের লড়াই। জনগণের অংশগ্রহণমূলক রাজনীতি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি নিয়েই আমরা মাঠে নেমেছি।”
দলীয় পর্যবেক্ষণে দেখা গেছে, তরুণ ও পেশাজীবী শ্রেণির মধ্যে এনসিপি তুলনামূলকভাবে সাড়া পাচ্ছে। নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করবে দলটি।
এদিকে নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। ফলে নভেম্বরে প্রার্থী তালিকা চূড়ান্তের মাধ্যমে এনসিপি কার্যত নির্বাচনী যাত্রা শুরু করল।
প্রার্থী ঘোষণা এবং জোট গঠন প্রসঙ্গে জানতে চাইলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আগামী এক সপ্তাহের মধ্যেই এনসিপির প্রার্থী প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। এক্ষেত্রে আওয়ামী অপশাসনের ভিকটিম এবং দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের সম্মানে তাদের আসনে এনসিপি প্রার্থী দেবে না। এছাড়া অন্য সব আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছি আমরা। বিএনপি বা জামায়াতের সঙ্গে জোটের বিষয়ে এই নেতা বলেন, জোট গঠন ইস্যুতে এখনো আলোচনা চলমান আছে। তবে জোট হতেও পারে, না-ও হতে পারে।
এনসিপি সূত্র জানিয়েছে, দলটির শীর্ষ নেতারা কে কোন আসন থেকে লড়বেন-সেটি ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে অনেকে নিজ নিজ আসনে প্রচারণার প্রস্তুতিও শুরু করেছেন। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে (বাড্ডা, ভাটারা ও রামপুরা) প্রতিদ্বন্দিতা করবেন, সদস্য সচিব আখতার হোসেন লড়বেন রংপুর-৪ আসন থেকে। অন্যান্য শীর্ষনেতাদের মধ্যে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮ (উত্তরা), উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪, জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ঢাকা-১৪, জ্যেষ্ঠ যুগ্ম-সদস্যসচিব ডা. তাসনিম জারা ঢাকা-৯ আসন থেকে নির্বাচন করবেন। আবার সরকারে থাকা দুই উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ পদত্যগ করে নির্বাচন করলে তারাও এনসিপির দলীয় প্রতীকেই নির্বাচন করবেন বলে আভাস দিয়েছে এনসিপির শীর্ষনেতারা। এক্ষেত্রে মাহফুজ আলম লক্ষ্মীপুর-১ এবং আসিফ মাহমুদ ঢাকা-১২ থেকে প্রার্থী হবেন।
এনসিপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে ভোলা-১ আসন থেকে সামান্তা শারমিন, নরসিংদী-২ আসন থেকে সারোয়ার তুষার, ঢাকা-১৩ আসনে আকরাম হুসেইন, নোয়াখালী-৬ থেকে আবদুল হান্নান মাসউদ, নারায়ণগঞ্জ-৪ থেকে আবদুল্লাহ আল আমিন, কুমিল্লা- ১০ এ জয়নাল আবেদীন শিশির, কুড়িগ্রাম-২ থেকে আতিক মুজাহিদ এবং ফেনী-২ আসন থেকে সালেহ উদ্দিন সিফাত প্রার্থিতা করবেন।
এছাড়াও যাদের প্রার্থিতা চূড়ান্ত করা হয়েছে তার মধ্যে আছেন, চুয়াডাঙ্গা-২ আসনে মোল্লা ফারুক এহসান, চট্টগ্রাম-১৬ আসনে মীর আরশাদুল হক, ঝালকাঠি-১ আসনে মশিউর রহমান, ঢাকা-৫ আসনে নিজাম উদ্দিন, সিরাজগঞ্জ-৫ আসনে মাহিন সরকার, নওগাঁ-৫ আসনে মনিরা শারমিন, পটুয়াখালী-২ আসনে মুজাহিদুল ইসলাম শাহিন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আশরাফ উদ্দীন মাহাদী, সিরাজগঞ্জ-২ আসনে এস এম সাইফ মোস্তাফিজ, বাগেরহাট-৩ আসনে মোল্যা রহমতুল্লাহ, ফেনী-১ আসনে এহসানুল মাহবুব জোবায়ের, নীলফামারী-৪ আসনে আবু সাঈদ লিয়ন, ঠাকুরগাঁও-৩ আসনে গোলাম মর্তুজা সেলিম, ঝালকাঠি-১ আসনে আরিফুর রহমান তুহিন এবং মেহেরপুর-২ আসনে সাকিল আহমাদ।
নির্বাচন পরিচালনায় কমিটি, প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির’ প্রধান করা হয়েছে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে। একই কমিটির সেক্রেটারি করা হয়েছে দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাকে। গতকাল মঙ্গলবার দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়-২০২৬ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, প্রার্থী বাছাই, মাঠ পর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণা, এবং প্রশিক্ষণ ও মনিটরিংয়ের লক্ষ্যে ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কমিটির প্রধান করা হয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারীকে, সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন তাসনিম জারা। এছাড়া ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির’ সদস্যরা হলেন-আরিফুল ইসলাম আদীব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দীন মোহাম্মদ, জহিরুল ইসলাম মুসা, হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার ও মো. তারিকুল ইসলাম।
















