আইন-আদালত

নারী নির্যাতন প্রতিরোধে হটলাইন চালু করেছে পুলিশ

  ১০ মার্চ ২০২৫ , ৬:৪২:০৪

নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটুক্তি, ইভ টিজিং, হেনস্থা, যৌন হয়রানী বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে হটলাইন সেবা চালু করেছে পুলিশ সদর দপ্তর।

পুলিশের সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পিআর বিভাগের এআইজি ইনামুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের যে কোনো স্থানে নারী নির্যাতন, কটুক্তি বা এমন ঘটনা ঘটলে এই হটলাইন নম্বরে অভিযোগ দেওয়া যাবে।

পুলিশের দেয়া তিনটি হটলাইন নম্বর হলো: ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২।

এই নম্বরগুলো ২৪ ঘন্টা চালু থাকবে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া, সাইবার অপরাধের শিকার নারীদেরকে আইনি সেবা ও সুরক্ষা দিতে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক পেজ চালু রয়েছে।

আরও খবর