জাতীয়

ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো: প্রেস সচিব

  ২০ মার্চ ২০২৫ , ৫:৪৭:৪৫

ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব ভালো। এই সাত মাসে অন্তর্বর্তী সরকারের সাথে ভারতের বাণিজ্য আরও বেড়েছে।বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, ‘আমাদের সাথে ইন্ডিয়ার খুবই ভালো সম্পর্ক আছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরে এই সাত মাসে ইন্ডিয়ার সাথে আমাদের ট্রেড আরও বেড়েছে। আমাদের সম্পর্কটা ভালো। তবে ভিসার বিষয়ে কিছু জটিলতা আছে, সেটা ফরেন মিনিস্ট্রি বলতে পারবে।’
প্রেস সচিব আরও বলেন, ‘আমরা অবশ্যই ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক চাই। অবশ্যই সেটা ন্যায্যতা, সমতা এবং মর্যাদাপূর্ণ সম্পর্ক হতে হবে।’

তিনি বলেন, ‘চীনে প্রধান উপদেষ্টার সফর একটি ঐতিহাসিক সফর হচ্ছে। চীন আমাদের এখান থেকে তিনটি কৃষিপণ্য খুব বড় আকারে আমদানি করতে চায়। এগুলো হচ্ছে—আম কাঁঠাল এবং পেয়ারা। আমরা আশ করছি, চীনে রপ্তানির একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। বাংলাদেশের আম চীনের নাগরিকরা পছন্দ করছেন। এই সফরের মাধ্যমে চীনের এই বাজার আরও উন্মুক্ত হবে আমাদের জন্য। কাঁঠালও পছন্দ করে চীনারা, এটিও আমরা আশা করি, খুব বড় আকারে রপ্তানি করতে পারবো। আমের মান নিশ্চিত করতে এফএও আমাদের চার মিলিয়ন ডলার দিচ্ছে। রপ্তানির জন্য কিছু স্ট্যান্ডার্ড বজায় রাখতে হয়, সেটি বজায় রাখতে তারা আমাদেরকে কারিগরি সহায়তা দিচ্ছে। এর ফলে বাংলাদেশের আম বৃহৎ আকারে চীনে যাবে।’

বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা ৭ বছর রেখে নারী ও শিশু নির্যাতন সংশোধন আইন পাস করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদে এই আইন পাস করা হয়। বৃহস্পতিবার (২০ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এই তথ্য জানান।

শফিকুল আলম বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের সর্বোচ্চ সাজা বাড়িয়ে ৭ বছর করা হয়েছে।

এটি নারী ও শিশু নির্যাতনের মামলার মধ্যেই থাকবে। তবে একই আইনের মধ্যে পৃথকভাবে এটিকে রাখা হয়েছে।

উপদেষ্টা পরিষদে নেওয়া অন্যান্য সিদ্ধান্তের বিষয়ে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব বলেন, ‘সরকারি কাজের দরপত্রে দুর্নীতি কমাতে এবং স্বচ্ছতার জন্য এখন থেকে সরকারি কাজ শতভাগ টেন্ডারের মাধ্যমে হবে। এত দিন টেন্ডারের মাধ্যমে ৬০ শতাংশ কাজ হতো।

এ ছাড়া তিন পার্বত্য জেলায় চৈত্রসংক্রান্তিতে নির্বাহী আদেশে ছুটির ঘোষণা দেওয়া হয়েছে উল্লেখ করে শফিকুল আলম আরো বলেন, অন্য জেলার বা সমতলের আদিবাসীরাও এই ছুটি পাবেন।

আরও খবর

তদন্তে টাকা পাচারের যেসব ভয়ংকর তথ্য ওঠে এসেছে

প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো জরুরি

জাপানের সঙ্গে এক বিলিয়ন ডলারের ঋণ সহায়তার চুক্তিপত্র বিনিময়

মার্চে ২৯৮ ভুল তথ্য প্রচার, বাদ যাননি ড. ইউনূস-সেনাপ্রধান

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী

৮৮% ঘাটতি হ্রাস: বাংলাদেশ ব্যাংকের চমকে দেওয়া তথ্য

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন পপসম্রাট আজম খান

যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব বাতিলে আসছে বিল: যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের ভবিষ্যৎ কী?

ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে আ.লীগের যেসব চক্র

ডলারের দাম বাড়বে, কমবে টাকার মান

রুয়েট ছাত্রলীগ সভাপতি-সম্পাদকসহ ৪ জনের ছাত্রত্ব বাতিল, ৪৪ জনের শাস্তি

প্রফেসর ইউনুস নরেন্দ্র মোদীরে আবু সাইদের প্রতিকৃতি দিলেন না কেন?

  • ফেসবুকে আমরা

    Facebook Pagelike Widget
  • আরও খবর: জাতীয়

    জুলাই আন্দোলনে হামলা: ৪০৩ শিক্ষার্থীকে শোকজ করল ঢাবি কর্তৃপক্ষ

    ঢাকার মেট্রোরেল নির্মাণ ব্যয় ভারতের তুলনায় পাঁচ গুণ, জাইকার কাছে ব্যয় পর্যালোচনার অনুরোধ জানাল ডিএমটিসিএল

    শ্রমিকদের সুরক্ষায় আইএলওর তিনটি কনভেনশনে স্বাক্ষর করেছে অন্তর্বর্তীকালীন সরকার

    বাংলাদেশ ডাক আইন হালনাগাদ ও সংশোধন করা হচ্ছে

    ২০ শ্রমিক এক হলেই করা যাবে ট্রেড ইউনিয়ন

    সেনাবাহিনীকে দোষারোপ করে উচ্ছ্বাস জাতির স্নায়ুতন্ত্রে আঘাতের শামিল