বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ২ মার্চ ২০২৫ , ১:৫৭:৩২
হোয়াইট হাউজের ওভাল দপ্তরে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পোশাক নিয়ে প্রশ্ন তুললেন এক মার্কিন সাংবাদিক। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের ‘সর্বোচ্চ স্তরের’ দপ্তরে কেন তিনি স্যুট পরে আসেননি, তা জানতে চান ওই সাংবাদিক।
জবাবে জেলেনস্কি পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, “এ নিয়ে আপনার কোনো সমস্যা আছে?”
শুক্রবার হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেইনের খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তি চূড়ান্ত করতে যান জেলেনস্কি। তবে চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার আগেই দুই প্রেসিডেন্টের বৈঠকে আন্তর্জাতিক গণমাধ্যমের সামনেই তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন নেতারা।
এতে অপ্রত্যাশিতভাবে বৈঠক শেষ হয়ে যায় আর নিজের সহযোগীদের মাধ্যমে জেলেনস্কিকে হোয়াইট হাউজ ত্যাগ করার নির্দেশ দেন ট্রাম্প।
এ বৈঠক শুরুর আগে ওভাল দপ্তরে প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও অন্য ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের সামনেই জেলেনস্কির উদ্দেশ্যে এক মার্কিন সাংবাদিকের প্রশ্ন ছিল, “আপনি স্যুট পরেননি কেন? আপনার কি স্যুট আছে?”
জবাবে পাল্ট প্রশ্ন ছুড়ে জেলেনস্কি বলেন, “এ নিয়ে আপনার কোনো সমস্যা আছে?”
“যে ওভাল দপ্তরের ড্রেস কোডকে সম্মান করে না তাকে নিয়ে বহু আমেরিকানের সমস্যা আছে.” উত্তরে বলেন ওই সাংবাদিক।
তখন জেলেনস্কি বলেন, ২০২২ সালে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ শেষ হওয়ার পর তিনি স্যুট পরবেন।
“এই যুদ্ধ শেষ হওয়ার পর আমি স্যুট পরব, হ্যাঁ। হতে পারে আপনার মতো কিছু পরবো। হয়তো বা আরও ভালো কিছু। জানি না, দেখা যাক। অথবা হয়তো আরও কম দামী কিছু পরবো। ধন্যবাদ,” বলেন তিনি।
এরমধ্যেই এই আলোচনায় ট্রাম্পও যোগ দেন এবং জানান, তিনি জেলেনস্কির পোশাক পছন্দ করেছেন।
জেলেনস্কির এই সিগনেচার পোশাক এবারই প্রথম নয়। এর আগেও অন্যান্য দেশের নেতাদের সঙ্গে বৈঠকে, এমনকি ২০২৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণের সময়ও তিনি এই ধরনের সাধারণ পোষাক পরেছিলেন।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও ধনকুবের ইলন মাস্কের প্রসঙ্গ টেনে এনেছেন। তারা বলেছেন, মাস্ক নিজেও টি-শার্ট ও বেসবল ক্যাপ পরে ওভাল দপ্তরে মন্ত্রিসভার বৈঠকে যান।
“মন্ত্রিসভার বৈঠকে টি-শার্ট এবং টুপি পরার জন্য ইলন মাস্কের অজুহাত কী ছিল?”— এক্স-এ প্রশ্ন রেখেছেন একজন ব্যবহারকারী।
২৬ ফেব্রুয়ারি ট্রাম্পের আয়োজিত মার্কিন মন্ত্রিসভার প্রথম বৈঠকে অংশ নেওয়া মাস্কের একটি ছবিও পোস্ট করেছেন এক ব্যবহারকারী; সেখানে দেখা যায়, তিনি একটি টি-শার্ট, একটি সাধারণ জ্যাকেট এবং ট্রাম্পের “মেক আমেরিকা গ্রেট এগেইন” স্লোগান সম্বলিত একটি ক্যাপ পরে আছেন।
“এই লোক কেন স্যুট পরেন না?”— ওই ব্যবহারকারী প্রশ্ন তোলেন।
অন্য একজন মন্তব্য করেন, “টি-শার্ট এবং বেসবল ক্যাপ পরে যখন ইলন মাস্ক মন্ত্রিসভার বৈঠকে প্রবেশের অনুমতি পান, তখন প্রেসিডেন্ট জেলেনস্কির পোশাক নিয়ে কারও মন্তব্য করার অধিকার নেই! কেন তারা মাস্ককে জিজ্ঞাসা করে না, কেন তিনি স্যুট পরেন না!”
Q: "Why don't you wear a suit?"
Ukrainian President Zelenskyy: "I will wear costume after this war will finish." pic.twitter.com/FzJqjIAQHa
— CSPAN (@cspan) February 28, 2025
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম