আইন-আদালত

বিচার বিভাগের সংস্কার না করলে কোনো সেক্টরের সংস্কারই স্থায়িত্ব পাবে না

  ৭ এপ্রিল ২০২৫ , ৭:৫৫:৪৫

হিলিতে প্রধান বিচারপতি

বিচার বিভাগের সংস্কার না করলে কোনো সেক্টরের সংস্কারই স্থায়িত্ব পাবে না

বিচার বিভাগের সংস্কার না করলে কোনো সেক্টরের সংস্কার স্থায়িত্ব পাবে না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সোমবার বেলা ১১টার দিকে দিনাজপুরের হিলির হাকিমপুর মহিলা ডিগ্রী কলেজে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের অনেক দুর্গম পথ অতিক্রম করতে হবে। এখন বিভিন্ন খাতে সংস্কারের প্রশ্ন এসেছে। আমাদের দেখতে হবে সংস্কার কার্যক্রমের ব্যপ্তিটা কত। তাই আমি সবাইকে বলি, যদি না বিচার বিভাগের সংস্কার না ঘটে তাহলে কোনো ক্ষেত্র বা কোনো সেক্টরের সংস্কার কার্যক্রম স্থায়িত্ব পাবে না। আমি মনে করি, বিচার বিভাগের সংস্কারের কথাটা এখন সংস্কারের প্রতিশব্দ হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘আমি জুলাই-আগস্টের অভ্যুত্থানের পরই দায়িত্ব নেই। খুব অল্প সময়ের মধ্যেই আমি বিভাগের অবকাঠামোগত ও সাংবিধানিক একটি সুদূরপ্রসারী সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলাম। সে প্রস্তাবনার অনেকটাই বাস্তবায়িত হয়েছে।’

আরও খবর