প্রবাস

বৃহত্তর লস এঞ্জেলেসে একুশ উদযাপন

  ২১ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:১০:১১

বৃহত্তর লস এঞ্জেলেসে একুশ উদযাপন ও রাজনৈতিক পট পরিবর্তন: – কাজী মশহুরুল হুদা

সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে বারব্যাঙ্ক সায়েন্টোলজির অডিটোরিয়ামে একুশের ভাবগম্ভীর পরিবেশে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের শেষে বিভিন্ন দল ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পার্ঘ অর্পণ করে।

এবারের বৃহত্তর একুশের উদযাপনে বিএনপি অংশগ্রহণ করেনি, যদিও বিগত বছরগুলোর সব উদযাপনে তারা উপস্থিত ছিল।

তদন্ত করে জানা গেছে যে, আওয়ামী লীগ অংশগ্রহণের জন্যই আসেনি। তবে তারা আয়োজকদের সরাসরি বলেনি যে, ‘আওয়ামী লীগ থাকলে আমরা আসবো না।’

অন্যদিকে, লস অ্যাঞ্জেলেস কনসুলেট জেনারেল অফিস বিএনপির সঙ্গে একত্রে একুশের পুষ্পার্ঘ অর্পণ করে। তবে এতে কমিউনিটির নেতৃবৃন্দ বা মিডিয়াকে জানানো হয়নি। মুনাদের আমন্ত্রণ জানানো হয়েছে কি না, তাও নিশ্চিত নয়।

উল্লেখ্য, কনসুলেট আগে আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু বর্তমানে তারা কোনো আমন্ত্রণ পায় না। অন্যদিকে, বিএনপি এখন দাওয়াত পাচ্ছে—এটাই বাস্তবতা।

ক্যালিফোর্নিয়ার বিএনপি অন্য কোথাও একুশ উদযাপন করেছে কি না, সে বিষয়ে আমাদের জানা নেই।


আরও খবর