জাতীয়

শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

  ২১ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:৪৮:৫৪

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান, এরপর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, উপদেষ্টাগণ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। প্রধান নির্বাচন কমিশনার, তিন বাহিনী প্রধান, আইনজীবী, পুলিশ প্রধান, ডিএমপি কমিশনার, বিশ্ববিদ্যালয়ের ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সরকারি কর্মকর্তাসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

আরও খবর