এই প্রথমবারের মতো ‘মিস ইউনিভার্স পর্তুগাল’ খেতাব জিতে নিলেন ট্রান্সজেন্ডার এক তরুণী। তিনি এল সালভাদরে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় পর্তুগালের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন।

দরজা যে ক্রমশ খুলে যাচ্ছে, তা ক্রমশ বোঝা যাচ্ছে। অনেকদিন ধরেই বোঝা যাচ্ছিল। রূপান্তরিতদের সামাজিক অবস্থান ক্রমশ স্বাভাবিক হচ্ছে। তাঁরা যে এই বৃহত্তর সমাজেরই অবিচ্ছেদ্য অংশ, তাঁরা যে এই সমাজেরই স্বাভাবিক সদস্য– এটা মেনে নেওয়া এক সময়ে বাকি-সমাজের একটা বড় অংশের পক্ষে যেন কঠিন ছিল। সেটা যে ক্রমশ বদলাচ্ছে, তা ফের মনে করিয়ে দিল ‘মিস পর্তুগাল’ খেতাব। মনে করালেন মারিনা মাশেটি।