আন্তর্জাতিক

বাংলাদেশে ষ্টারলিংক: যুদ্ধক্ষেত্রে আর কি কোন বিকল্প আছে?

  বিবিসি ১০ মার্চ ২০২৫ , ৭:২১:৩৯

চুপ করুন, ছোট মানুষ: পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীকে ইলন মাস্ক

রণাঙ্গনের প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সেবা দেয় স্টারলিংক
রণাঙ্গনের প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সেবা দেয় স্টারলিংকছবি: রয়টার্স

ইউক্রেনে স্টারলিংক স্যাটেলাইট ব্যবহার নিয়ে গতকাল রোববার পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লা সিকোরস্কির সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ধনকুবের ইলন মাস্ক বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ওই দিন তাঁরা একের পর এক পোস্ট দিতে থাকেন।

স্টারলিংক বন্ধ করার কথা উল্লেখ করে মাস্কের একটি পোস্টের জবাবে সিকোরস্কি ইঙ্গিত দিয়ে লেখেন, এমন যেকোনো হুমকি দেওয়ার কারণে ইন্টারনেট সরবরাহকারী অন্য প্রতিষ্ঠান খোঁজা শুরু করতে হবে।

ইলন মাস্ক স্টারলিংক বন্ধ করে দেবেন বলে যে কথা উঠেছে, রুবিও তা তাৎক্ষণিক উড়িয়ে দিয়ে সিকোরস্কির প্রতি কৃতজ্ঞ থাকার আহ্বান জানান।

একটু পরপর এই তিনজন এক্সে পাল্টাপাল্টি পোস্ট করতে থাকেন। শেষ পর্যন্ত মাস্ক সিকোরস্কিকে ‘ছোট মানুষ’ বলে সম্বোধন করেন।

স্টারলিংকের সিস্টেমটি স্পেসএক্সের মিশনের অংশ, যা বিশ্বজুড়ে যুদ্ধক্ষেত্রের মতো প্রত্যন্ত এবং সুবিধাবঞ্চিত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করে।

স্টারলিংক ‘ইউক্রেনীয় সেনাবাহিনীর মেরুদণ্ড ’—এ কথা লিখে এক্সে পোস্ট করেন মাস্ক। এরপরই রোববার বিষয়টি নিয়ে তাঁদের তিনজনের মধ্যে বিতর্ক বেঁধে যায়। মাস্ক লিখেছেন, ‘আমি যদি এটি বন্ধ করে দিই, তবে তাদের পুরো রণাঙ্গন ভেঙে পড়বে।’

এরপর সিকোরস্কি মাস্কের পোস্টের জবাবে বলেন, পোল্যান্ড এই পরিষেবার (স্টারলিংক) জন্য অর্থ পরিশোধ করছে।

সিকোরস্কি লিখেছেন, ইউক্রেনের স্টারলিংকগুলোর জন্য পোলিশ ডিজিটাইজেশন মন্ত্রণালয় প্রতিবছর প্রায় পাঁচ কোটি ডলার খরচ করে । তিনি বলেন, ‘স্পেসএক্স যদি একটি অনির্ভরযোগ্য সেবাদানকারী হিসেবে প্রমাণিত হয়, তবে আমরা অন্য সরবরাহকারীদের সন্ধান করতে বাধ্য হব।’

রুবিও এক্স পোস্টে লিখেছেন, ‘স্টারলিংক থেকে ইউক্রেনকে বিচ্ছিন্ন করার বিষয়ে কেউ কোনো হুমকি দেয়নি। স্টারলিংক ছাড়া ইউক্রেন অনেক আগেই এই যুদ্ধে হেরে যেত এবং রুশরা এখন পোল্যান্ডের সীমান্তে থাকত। তাই কৃতজ্ঞতা প্রকাশ করুন।’

মাস্ক পরে সিকোরস্কির পোস্টের জবাবে তাকে ‘ছোট মানুষ’ বলে অভিহিত করেন।

মাস্ক লিখেছেন, ‘চুপ করুন, ছোট মানুষ। আপনারা খরচের একটা ক্ষুদ্র অংশ পরিশোধ করেন। আর স্টারলিংকের কোনো বিকল্প নেই।’

স্টারলিংক টার্মিনালগুলো ইউক্রেনের সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়ক। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে এটি ব্যবহার করা হচ্ছে। দেশটিতে হাজার হাজার টার্মিনাল রয়েছে, যার মধ্যে ২০২৩ সালের জুনে মার্কিন প্রতিরক্ষা বিভাগের কেনা ৫০০টি পর্যন্ত টার্মিনাল রয়েছে।

আরও খবর

ট্রাম্পের শুল্ক ঝড়ে সবচেয়ে বড় ধাক্কা খাবে আমেরিকা

চ্যাটজিপিটির ব্যবহার কি ‘মগজ পচিয়ে’ দিতে পারে, কী বলছেন গবেষকেরা

পোপ ফ্রান্সিসের শেষ ইস্টার ভাষণ

ট্রাম্পকে শান্তি-নিরাপত্তার জন্য হুমকি মনে করেন পশ্চিম ইউরোপের বেশির ভাগ মানুষ

ইরানে বোমা মেরে সরকার ফেলে দেওয়ার যুগ আর নেই ইয়ান বুরুমা

ট্রাম্পের সঙ্গে এই বিরূপ সম্পর্কের প্রেক্ষাপটে জেলেনস্কিকে সমর্থন দিচ্ছেন ইউরোপীয় নেতারা

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

জাতীয় নাগরিক পার্টিতে পদ পেলেন ২০ নারী

ক্ষমতা অপব্যবহারের দায় সরকার এড়াতে পারে না: টিআইবি

ঢাকার ৭ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থীর তালিকায় যারা

ইউএসএআইডি নিয়ে ট্রাম্পের অভিযোগ: উদ্বেগ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

‘মব’ নিয়ে বিশ্লেষণ

  • ফেসবুকে আমরা

    Facebook Pagelike Widget
  • আরও খবর: আন্তর্জাতিক

    গুম–খুনের বিচার ও আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংস্থার চিঠি

    ২০২৫ সালে ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পেলো ৪২টি অনুমোদিত দেশ

    ইসরা‌য়ে‌লে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ, আমেরিকাই গাজা যুদ্ধের মূল স্থপতি: গ‌বেষণা

    ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, সড়কে লাখো মানুষ

    গাজাবাসীর সঙ্গে ৬ মুসলিম দেশের বিশ্বাসঘাতকতা

    পাহাড়ে সব সহিংসতার পেছনে ‘ভয়ংকর আগুন’