ইডেনে সেঞ্চুরি করার পরে বিরাট কোহলি বললেন, ‘শচীন টেন্ডুলকারের রেকর্ড ছোঁয়া খুবই স্পেশাল। তার শুভেচ্ছাবার্তা পাওয়াটাই আমার কাছে বিশাল বড় ব্যাপার। কারণ, আমি কোনোদিন শচীন হতে পারব না। এ সময় ভারতীয় তারকা সাফ জানিয়ে দেন, দলের প্রয়োজন মতোই তিনি খেলবেন।

গতকাল রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ২৪৩ রানের জয়ে ওয়ানডে ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরি করেন কোহলি। আর এতেই তিনি কিংবদন্তি শচীনের সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড স্পর্শ করেন।

ম্যাচের শেষে সাক্ষাৎকার দিতে এসে কিং কোহলি বলেন, ‘আলাদা একটা তাগিদ ছিল এদিন। আজকের ম্যাচটা অন্যদিনের থেকে আলাদা, সেটা বুঝতে পারছিলাম। ওপেনাররা দ্রুত রান তুলছিল। কিন্তু বল পুরনো হতেই পরিস্থিতি পাল্টে যায়।’

সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারের ওয়ানডে সেঞ্চুরির নজির ছুঁয়েছেন বিরাট। চেজ মাস্টারের জন্য বিশেষ বার্তাও দিয়েছেন মাস্টার ব্লাস্টার। সেই প্রসঙ্গে বিরাটের মত, ‘আমার হিরোর সঙ্গে একই রেকর্ড ভাগ করে নেওয়া, সেটা আমার কাছে খুবই স্পেশাল। শচীনকে টিভিতে খেলতে দেখেছি। আজকের এই মুহূর্তে খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছি। তবে আমি কখনোই শচীন হতে পারব না।’